‘গবেষণায় আগ্রহী প্রজন্ম গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য’

০৩ মে ২০২৫, ০৯:৩৬ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:২০ PM
ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ

ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ © সংগৃহীত

গবেষণা ও প্রকাশনার গুণগত মানের স্বীকৃতি হিসেবে ‘ডিইউ রিসার্চ এক্সিলেন্স রিকগনাইজেশন ২০২৫’ অনুষ্ঠানে সার্টিফিকেট অব অ্যাপ্লিকেশন পেয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

গতকাল শুক্রবার (২ মে) রাতে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ফেসবুক নিজের আইডিতে এক পোস্টে এই সম্মাননার তথ্য জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গবেষণায় অসামান্য অবদানের জন্য গুণী গবেষকদের স্বীকৃতি দেওয়া হয়। অধ্যাপক আখন্দকে এই সম্মাননা দেওয়া হয়েছে তার হাই-ইমপ্যাক্ট আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণা নিবন্ধ ও একাডেমিক উৎকর্ষের জন্য।

এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে অধ্যাপক আখন্দ বলেন, ‘আলহামদুলিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই সম্মাননা পেয়ে এক বিশেষ অনুভূতি হয়েছে। এই স্বীকৃতি আমাদের গবেষণার পথকে আরও সুদৃঢ় করবে।’

গবেষণার অগ্রগতির বিষয়ে এক প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, ‘আমরা গবেষণাগারগুলোকে আরও সমৃদ্ধ করতে চাই এবং যারা নিয়মিত গবেষণার সঙ্গে যুক্ত, তাদের আরও উৎসাহিত করব। গবেষণায় আগ্রহী একটি প্রজন্ম গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।’

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করতে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং উন্নয়ন সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে। গবেষণার পরিকাঠামো উন্নয়ন, প্রয়োজনীয় সরঞ্জাম ও রাসায়নিক দ্রব্যাদি সংগ্রহ এবং অর্থায়নের উন্নয়ন এই লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, অধ্যাপক আখন্দ নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে একাধিক মানসম্পন্ন গবেষণা নিবন্ধ প্রকাশ করেছেন।

শেরে বাংলা, সোহরাওয়ার্দী, নজরুল, হাদির কবর জিয়ারতের মধ্য দি…
  • ২২ জানুয়ারি ২০২৬
রাতের অন্ধকারে দাঁড়িপাল্লার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভি…
  • ২২ জানুয়ারি ২০২৬
রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির আরও এক প্রার্থী
  • ২২ জানুয়ারি ২০২৬
বিএনপির নির্বাচনী জনসভায় অংশ নিলেন শাবিপ্রবির ভিসি-প্রোভিসি
  • ২২ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বর্জন করতে পারে পাকিস্তানও
  • ২২ জানুয়ারি ২০২৬
আল্টিমেটাম শেষের আগেই রাজি হবে বাংলাদেশ, দাবি ভারতীয় সাবেক …
  • ২২ জানুয়ারি ২০২৬