স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন

মানবনন্ধন কর্মসূচি
মানবনন্ধন কর্মসূচি  © টিডিসি ফটো

দেশব্যাপী চলমান অরাজকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মানবনন্ধন কর্মসূচি আয়োজন করে। এ কর্মসূচির মূল দাবি ছিল—দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হওয়া স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও দেশের মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা।

মানববন্ধনের শুরুতেই, আন্দোলনকারী শিক্ষার্থীরা বর্তমান পরিস্থিতিতে সরকারের কার্যক্রমে উদ্ভূত অসন্তোষ ও হতাশার কথা তুলে ধরেন। শিক্ষার্থীরা উল্লেখ করেন যে, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা শুধুমাত্র প্রশাসনিক দুর্বলতা নয়, বরং জনগণের নিরাপত্তার প্রতি অবহেলার প্রমাণ।

দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা।

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী, তালহা বিন হাবিব বলেন, ‘আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তা কোথায়? আমরা ঘর থেকে বের হলেই ভয় পেতে শুরু করি। আমাদের ভাই বোনেরা সুরক্ষিত নন। দিনে দুপুরে চলছে চুরি ডাকাতি। এখনি যদি আমরা দায়িত্বশীল না হই, প্রতিবাদ না করি। আমারা বিপদে পড়লে কে এগিয়ে আসবে? স্বরাষ্ট্র উপদেষ্টা একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে যদি তার দায়িত্ব পালন করতে না পারেন, তবে তার সেই পদে থাকার কোনো অধিকার নেই।’

মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জানান, এই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি ও মনোভাব স্পষ্ট করতে চাই। আমাদের কথা বলার অধিকার সমুন্নত থাকুক। শিক্ষার্থীরা আশা করছেন, সরকার জনগণের উদ্বেগের গুরুত্ব উপলব্ধি করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সমাজে ন্যায়বিচারের দাবিকে সামনে আনতে এবং দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের বিক্ষোভমূলক কর্মসূচি চালিয়ে যেতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।


সর্বশেষ সংবাদ