যথাযোগ্য মর্যাদায় জাবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০০ PM
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান © টিডিসি ফটো

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাতফেরি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি)।

ভোরের প্রথম আলো ফুটতেই একুশের কালজয়ী গান "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি... ধ্বনিত হতে থাকে ক্যাম্পাসজুড়ে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। এরপর উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী, বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন।

পরে প্রশাসনিক ভবনের লবিতে আলোচনা সভার আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। এ সময় তিনি নিজের লেখা 'একুশের সনেট' আবৃত্তি করে শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরেন। 

এছাড়াও আলোচনা সভায় বক্তারা মাতৃভাষার মর্যাদা রক্ষা ও বাংলা ভাষার বিশ্বময় বিস্তারের গুরুত্ব তুলে ধরেন। তারা ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস স্মরণ করে নতুন প্রজন্মকে মাতৃভাষার প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার
  • ২৩ জানুয়ারি ২০২৬
বাইরের মানুষ কালীগঞ্জকে শোষণ করতে চাইছে: স্বতন্ত্র প্রার্থী…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
আমি শাসক বা প্রশাসক হতে আসিনি, আপনাদের সেবক হতে এসেছি: ডা. …
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগে ও পরে অনলাইনে নজরদারি করবে সিআইডি
  • ২৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছি…
  • ২৩ জানুয়ারি ২০২৬