মাভাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মাভাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়
মাভাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়  © টিডিসি

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্যাম্পাসস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতি, চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি, ভাসানী পরিষদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ধ্রুবতারা, মাভাবিপ্রবি সাহিত্য সংসদ, মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি, আলোড়ন, ক্যারিয়ার ক্লাব, ম্যাথ ক্লাব, বাঁধন মাভাবিপ্রবি ইউনিট, নৃত্যধারা, রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী, মাভাবিপ্রবি ট্যুরিজম এন্ড এডভেঞ্চার ক্লাব, কাম ফর রোড চাইল্ড (সিআরসি)-সহ ছাত্র-ছাত্রীদের অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন এবং ভাষা শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ ছাড়া ভোরে প্রশাসনিক ভবনের সামনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বিশ্ববিদ্যালয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া এবং বেলা ১১টায় ক্যাম্পাসস্থ মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়। সব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ‘তোমরা যে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছ, সেটি সব সময় ধারণ করো এবং প্রচেষ্টাকে এমন একপর্যায়ে নিয়ে যাও, যেখানে দেশ হবে সবার। আমাদের এই চেতনা যেন সবসময় সমুন্নত থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যেন আমাদের চেতনাগুলো ধরে রাখতে পারি। এই চেতনাগুলোই দেশকে এগিয়ে নিয়ে যাবে। যেই চেতনা হবে বৈষম্যহীন এগুলো হচ্ছে প্রকৃত চেতনা। এই চেতনা ধারণ করলেই দেশ একদিন পরিবর্তন হবে।’

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের পুরাতন শহীদ মিনার সংস্কার করে একটি নতুন শহীদ মিনার নির্মাণ করা হবে।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) প্যারিস অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence