কুয়েটে সংঘর্ষের ঘটনায় ছাত্রদল জড়িত থাকলেও আজীবন বহিষ্কার করা হবে: ভিসি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) লোগো
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) লোগো  © টিডিসি সম্পাদিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) রাজনীতি নিষিদ্ধের আদেশ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি সংঘর্ষের ঘটনায় জড়িতরা যেকোনো রাজনৈতিক দলের সদস্য প্রমাণিত হলে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একই সাথে বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক-শিক্ষার্থী অথবা স্টাফ যদি রাজনীতির সাথে জড়িত হয় তাহলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হবে।

এ বিষয়ে আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমার ক্যাম্পাসের সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ছিল। কিন্তু করলে কি শাস্তি হবে তা নির্ধারণ ছিল না। এখন আমার স্টাফ থেকে শুরু করে শিক্ষক-শিক্ষার্থী যারাই রাজনীতি করবে তাদের কে ক্যাম্পাস থেকে বহিস্কার করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ

উপাচার্য বলেন, হামলার ঘটনায় যারা অভিযুক্ত আছে সে ছাত্রদল না, শুধু যেকোনো রাজনৈতিক দলের হোক তাকে আজীবন বহিস্কার করা হবে।

তিনি আরও বলেন, আমি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে একাধিকার বলেছি আমার ছাত্রদের ওপর হামলা করা হচ্ছে আপনারা ক্যাম্পাসে আসেন। কিন্তু তারা বাহিরে থেকে জানায় আমরা আসতেছি। তারা ক্যাম্পাসের ভিতর আসতে কেন দেরি করলো আমি তা বুঝতেছি না।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রে পরিণত হয়। এতে অর্ধশতাধিক আহত হয়েছেন। এজন্য ছাত্রদলকে দায়ী করেছে ‘সাধারণ শিক্ষার্থীরা’। তবে ছাত্রদল পাল্টা দায়ী করেছে ছাত্রশিবির ও নিষিদ্ধ ছাত্রলীগকে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence