কুয়েটে সংঘর্ষের ঘটনায় ২৮ শিক্ষার্থী ও দুই ছাত্রদল কর্মীর নাম-পরিচয় জানা গেল

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
আহতদের একাংশ

আহতদের একাংশ © সংগৃহীত

ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে, যা ক্যাম্পাসের বাইরে পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। পরবর্তীতে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহতদের মধ্যে ৩০ জনের নাম ও পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে মাত্র দুইজন ছাত্রদলের কর্মী। তারা হলেন ইন্ড্রাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ‘২১ ব্যাচের শিক্ষার্থী ইউসুফ খান সিয়াম ও রাহুল জাবেদ।

বাকিরা ছাত্রদলের হামলায় আহত হয়েছেন বলে জানা গেছে। তারা হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসই) বিভাগের ২০তম ব্যাচের খন্দকার আবিদ হাসান, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২তম ব্যাচের শর্নো রাজ, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০তম ব্যাচের, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯তম ব্যাচের নাঈম,  ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইন্জিনিয়ারিং বিভাগের ২০তম ব্যাচে অন্তু, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯তম ব্যাচের জিহাদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসই) বিভাগের ২২তম ব্যাচের শফি, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯তম ব্যাচের সিফাত, একই বিভাগের ২১তম ব্যাচের মোসাদ্দেক।

আহতদের মধ্যে আরও রয়েছে- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসই) বিভাগের ২১তম ব্যাচের অনিক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০তম ব্যাচের রিমন, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১তম ব্যাচের আতিক, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৩তম ব্যাচের ফারাতুল, একই বিভাগের ২১তম ব্যাচের আদন, মেকাট্রনিক্স ইন্জিনিয়ারিং বিভাগের ২১তম ব্যাচের ফুয়াদ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২২তম ব্যাচের জামিল, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১তম ব্যাচের সাকিব, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১তম ব্যাচের নাঈম, নাকিব, সুপ্ত ও রাসেল, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১তম ব্যাচের সাদ্দাম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১তম ব্যাচের বাদন,  বিল্ডিং ইঞ্জিনিয়ারিং ও কন্সট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগের ২২তম ব্যাচের তৌফিক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯তম ব্যাচের শোয়েব, ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯তম ব্যাচের মঞ্জুর, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯তম ব্যাচের নাফিউ ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯তম ব্যাচের মাসুদ।

দশ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্ত…
  • ২৩ জানুয়ারি ২০২৬
হাদির হত্যার বিচারের দাবিতে তিতুমীরে বিক্ষোভ মিছিল
  • ২৩ জানুয়ারি ২০২৬
সৌদিতে রমজানে নামাজে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা
  • ২৩ জানুয়ারি ২০২৬
উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
উৎসব আনন্দে জবিতে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
  • ২৩ জানুয়ারি ২০২৬
চুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৩ জানুয়ারি ২০২৬