অবশেষে রাবিপ্রবিতে মাস্টার প্ল্যানের কাজ শুরু

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
রাবিপ্রবির মাস্টার প্ল্যান কাজের উদ্বোধন করেন উপাচার্য

রাবিপ্রবির মাস্টার প্ল্যান কাজের উদ্বোধন করেন উপাচার্য © টিডিসি

দীর্ঘ ১০ বছরের অপেক্ষার পর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাবিপ্রবির মাস্টার প্ল্যান অনুযায়ী ‘বিশ্ববিদ্যালয় স্থাপন’ শীর্ষক প্রকল্পের (দ্বিতীয় সংশোধিত) একাডেমিক ভবন-১ এবং প্রশাসনিক ভবন-১-এর আনুষ্ঠানিকভাবে উন্নয়নকাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।

এ সময় রাবিপ্রবির উপাচার্য বলেন, ‘আজকে আমরা ভীষণ উদ্বেলিত। কারণ আমরা যে প্রত্যাশার ওপর দাঁড়িয়ে আছি তার বাস্তবায়ন শুরু হলো। আপনারা আমাদের কাজগুলোকে ইতিবাচকতার সঙ্গে পাহাড়ের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন। কারণ এ অঞ্চলের উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হিসেবে এটির উন্নয়ন নিশ্চয়ই আমাদের মতো আপনাদেরও কাম্য। কাজ করলে ভুল হতেই পারে; আপনারা আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন, আমরা তা সংশোধন করে নিশ্চয়ই উন্নয়নের দিকে এগিয়ে যাব।’

আরও পড়ুন: নোবিপ্রবির হলের খাবারে পাওয়া গেল নেইল কাটার

তিনি আরও বলেন, ‘একটু একটু করে আমরা স্বপ্নের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। আমরা ৪ টি বিল্ডিংয়ের মধ্যে আজ প্রশাসনিক ও একাডেমিক বিল্ডিং উদ্বোধন করলাম। যা আগামী বছরের জুনের মধ্যে শেষ হবে আশা করছি। আগামী মাসে আরও দুটি বিল্ডিংয়ের (ছাত্র হল ও ছাত্রী হল) উদ্বোধন করা হবে। এই চারটি ভবন খুব দ্রুত মাথা উঁচু করে দাঁড়াবে। পাহাড়ের শান্তিপ্রিয় জনসাধারণ যেন এ বিশ্ববিদ্যালয়ের সুফল পান। এ জন্য আমাদের সবার একযোগে কাজ করতে হবে।’

এ সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাঙ্গামাটি জেলার নির্বাহী প্রকৌশলী  বিজক চাকমা, সহকারী প্রকৌশলী আলো জ্যোতি চাকমা, শেলটেক প্রাইভেট লিমিটেড কোম্পানির টিম লিডার মুকতাসিম খানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের রজত জয়ন্তী উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
ভাষানটেকে তারেক রহমানের জনসভা শুরু
  • ২৩ জানুয়ারি ২০২৬
সন্তানকে হত্যার পর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঘোষণা দিলে ঢাকায় জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না:…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তার মৃত্যু ঘিরে রহস্য
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘জাতীয় সংসদ নির্বাচন ডাকসু-চাকসু-রাকসুর মতো হবে’
  • ২৩ জানুয়ারি ২০২৬