ভালোবাসা দিবসে হাবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ

‘সবার জন্য ভালোবাসা’ স্লোগান সামনে রেখে শিশুশিক্ষার্থীদের নিয়ে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করেছে হাবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ
‘সবার জন্য ভালোবাসা’ স্লোগান সামনে রেখে শিশুশিক্ষার্থীদের নিয়ে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করেছে হাবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ  © টিডিসি

আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। ‘সবার জন্য ভালোবাসা’ স্লোগান সামনে রেখে মাদ্রাসার শিশুশিক্ষার্থীদের নিয়ে দিবসটি উদযাপন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ। প্রতি বছরের মতো এবারও দিবসটিতে ব্যতিক্রমী এ উদ্যোগ গ্রহণ করেন বিভাগের শিক্ষার্থীরা। ২০১৮ সেশনের শিক্ষার্থীদের মাধ্যমে যাত্রা শুরু হওয়া এ আয়োজনে ৬ষ্ঠ পর্ব উদযাপিত হয় এ বছর।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়-সংলগ্ন কর্ণাই এলাকায় মারকাযুন নূর মাদ্রাসার শিশুদের নিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ফিন্যান্স বিভাগের প্রায় ২০ জন শিক্ষার্থী সকালে পৌঁছালে সবাইকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয় মাদ্রাসার সব শিশুশিক্ষার্থী। এ সময় মাদ্রাসার শিক্ষক ও শিশুদের সঙ্গে কুশল বিনিময়ের পর তাদের নিয়ে আল-কুরআন প্রতিযোগিতা, ইসলামিক কুইজ প্রতিযোগিতা হামদ, নাত ও গজল এবং বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণীর পর দুপুরে মাদ্রাসার প্রায় ৩০ শিক্ষার্থীর দুপুরের খাবারের আয়োজন করা হয়। এ ছাড়া তাদের শিক্ষাসামগ্রী কলম ও চকলেট উপহার দেওয়া হয়। এমন উপহার সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত শিশুশিক্ষার্থীরা। এমন আয়োজনে খুশি হয়ে আয়োজকদের প্রতি শুকরিয়া ও আয়োজক সবার সুস্বাস্থ্য ও নেক দীর্ঘ হায়াত কামনা করে দোয়া করেন মাদ্রাসার শিক্ষকেরা।

আরও পড়ুন: ভালোবাসা দিবসে বেরোবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ব্যতিক্রমী এ আয়োজন সম্পর্কে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক শাকিলা জেবিন বলেন, প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে স্মরণীয় করে রাখতে হাবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ ‘সবার জন্য ভালোবাসা’ শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে। যেখানে সুবিধাবঞ্চিত, পিছিয়ে পড়া এতিম শিশুদের নিয়ে দিনটি আয়োজন করা হয়। শিক্ষক-শিক্ষার্থীদের প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতার মাধ্যমে আয়োজন সফল হয়।

আয়োজন সম্পর্কে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীরা বলেন, ‘এতিম, অবহেলিত শিশুদের দিনটি খুব ভালোভাবে উপভোগ করানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। যাতে ওরাও বিশেষ দিনটিতে আনন্দিত থাকতে পারে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence