জাবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন সমাজকর্ম বিভাগ

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৮ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM

© সংগৃহীত

বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা–২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ছেলেদের ভলিবল টুর্নামেন্টে ব্যবস্থাপনা বিভাগকে ২–০ সেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সমাজকর্ম বিভাগ।

খেলায় সমাজকর্ম বিভাগ টানা ২ সেটে জয়ী হয়ে। প্রথমবারের মতো আন্তঃবিভাগ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় আনন্দের উচ্ছ্বাস বয়ে গেছে উক্ত বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ সকলের মধ্যে।

চ্যাম্পিয়ন টিমের সদস্যবৃন্দ হলেন: আসমাউল হাসান(ক্যাপ্টেন), নূরুল ইসলাম নূর, আল বিরুনি, আব্দুল্লাহ আল নোমান, মুবাশ্বির হাসান এবং আল আমিন।

বিজয় নিয়ে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অলি উল্লাহ্ চৌধুরী জানান, আন্তঃবিভাগ বলিবল প্রতিযোগিতায় সমাজকর্ম বিভাগ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার এই অসাধারণ সাফল্যে আমি গর্বিত। এই বিজয় শুধু খেলার একটি ট্রফি অর্জন নয়, এটি আমাদের শিক্ষার্থীদের ঐক্য, অধ্যবসায় ও অদম্য মনোবলের প্রতিচ্ছবি। 

এসময় তিনি খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন,  আমাদের শিক্ষার্থীরা যেভাবে দলীয় স্পিরিট, নেতৃত্ব ও খেলাধুলার কৌশল প্রদর্শন করেছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। এই অর্জনের পেছনে খেলোয়াড়, প্রশিক্ষক,  শিক্ষকগণ এবং বিভাগের সকল শিক্ষার্থীদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন আসমাউল হাসান জানান, এই জয়টা বহুল প্রতীক্ষিত একটা জয়। শুরু থেকেই সমাজকর্ম বিভাগকে আমরা ভলিবলে একটা ট্রফি এনে দিতে অনেক চেষ্টা করেছি। ফাইনালি এমন একটা জমকালো ম্যাচের মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়া প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক গৌরবের। আমরা প্রতিটা প্লেয়ার আল্লাহর উপর ভরসা করে মাঠে নেমেছিলাম।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসাইন উদ্বোধন করার পাশাপাশি বিভিন্ন সময়ে খেলায় উপস্থিত থেকে দলগুলোকে উৎসাহিত করেন। ম্যাচ শেষে তিনি চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান।

ঢাকা-১৮ আসনে চাঁদাবাজি রুখে দিতে ব্যবসায়ীদের পাশে থাকার ঘোষ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
তাদের নির্বাচিত করুন, যারা বিদেশে বন্ধু তৈরি করবে প্রভু খুঁ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগেই প্রাথমিকের ১৪৩৮৫ সহকারী শিক্ষক নিয়োগের চূড়া…
  • ২৩ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশের সময় জানা গেলে
  • ২৩ জানুয়ারি ২০২৬
পূজার অর্জিত বিদ্যা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল…
  • ২৩ জানুয়ারি ২০২৬
এক বছরে দুইবার রমজান, আরেক বছরে মিলবে তিন ঈদ—কোন কোন বছর ঘট…
  • ২৩ জানুয়ারি ২০২৬