আবরারের জন্মদিনে ফাইয়াজের আবেগঘন পোস্ট, ভাইয়ের জন্য চাইলেন দোয়া

আবরার ফাহাদ ও আবরার ফাইয়াজ
আবরার ফাহাদ ও আবরার ফাইয়াজ  © সংগৃহীত

বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়টির শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) আবরার ফাহাদের জন্মদিন। এ উপলক্ষে আবরার ফাহাদের জন্য দোয়া চেয়েছেন তার ছোট ভাই আবরার ফাইয়াজ। পাশাপাশি জানিয়েছেন, জন্মদিনে মুক্তি পেয়েছে আবরারকে নিয়ে ‘রুম নম্বর ২০১১’ শর্টফিল্মের কথা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ফেসবুক পোস্ট করেছেন তার ছোট ভাই আবরার ফাইয়াজ। তাতে তিনি লিখেছেন,  ‌১২ ফেব্রুয়ারি, ২০২৫। আজ ভাইয়ার ২৭তম জন্মদিন। যদিও ভাইয়া ২১ থেকে ২২-এ পা রাখতে পারেনি। দোয়া করবেন ওর জন্য।

আবরারের হত্যকাণ্ডের সত্য ঘটনা অবলম্বনে শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’। শর্টফিল্মটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হয়েছে। বাংলাদেশেও যশোরের মণিহারসহ বেশ কয়েকটি সিনেমা হলে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি ক্যাম্পাসে শর্টফিল্মটি প্রদর্শিত হয়েছে।

এবার, বাংলাদেশের দর্শকদের কথা চিন্তা করে শর্টফিল্মটি ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে আজ। এ তথ্য জানিয়ে আবরার ফাইয়াজ লিখেছেন, আজ রাত ১২টায় ইউটিউবে মুক্তি পেয়েছে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনা থেকে অনুপ্রাণিত  Jisu Entertainment নির্মিত 'Room Number 2011' শর্টফিল্মটি। (এটি কোনো বায়োগ্রাফি নয়। সেই রাতের ভয়াবহতা কখনোই কৃত্রিমভাবে তুলে আনা সম্ভব বলে মনে করি না।)


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence