যবিপ্রবিতে বহিষ্কৃত শিক্ষক-কর্মকর্তাদের দুর্নীতি তদন্তে উচ্চতর কমিটি গঠন

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৬ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

অনিয়ম ও দুর্নীতির দায়ে সাময়িক বহিষ্কৃত আওয়ামী লীগপন্থী দুই অধ্যাপক ও দুই কর্মকর্তার দুর্নীতি তদন্তে ছয় সদস্যের উচ্চতর তদন্ত কমিটি গঠন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৪তম সভায় এ তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুনকে আহ্বায়ক ও উপ-রেজিস্ট্রার মো. ইমদাদুল হককে সদস্যসচিব করা হয়েছে। 

কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউরোসায়েন্স রিসার্চ সেন্টারের কাউন্সিলর মেম্বার ও যবিপ্রবি রিজেন্ট বোর্ড সদস্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও রিজেন্ট বোর্ড সদস্য ড. মো. আলতাফ হোসেন,  বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য ড. মো. ওমর ফারুক ও  প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ইঞ্জিনিয়ার ড. আমজাদ হোসেন।

আরও পড়ুন: পদোন্নতি পাচ্ছেন ঢাবির আওয়ামীপন্থী বিতর্কিত কর্মকর্তা শারমিন?

১০৪তম রিজেন্ট বোর্ডের সভায় বহিষ্কৃত শিক্ষক-কর্মকর্তারা হলেন নীল দলের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান  অধ্যাপক ড. মো. ইকবাল কবির জাহিদ, নীল দলের যুগ্ম আহ্বায়ক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ গালিব এবং যশোর জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও ড. এম এ ওয়াজেদ মিয়া উচ্চশিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের টেকনিক্যাল ও রিসার্চ অফিসার মো. হেলালুল ইসলাম। 

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক আইন সম্পাদক ও রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার সাইফুর রহমান ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় পুলিশ আটক (গত বছরের ১০ নভেম্বর) করলে তাকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভাষানটেকে তারেক রহমানের জনসভা শুরু
  • ২৩ জানুয়ারি ২০২৬
সন্তানকে হত্যার পর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঘোষণা দিলে ঢাকায় জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না:…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তার মৃত্যু ঘিরে রহস্য
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘জাতীয় সংসদ নির্বাচন ডাকসু-চাকসু-রাকসুর মতো হবে’
  • ২৩ জানুয়ারি ২০২৬
স্কুল ছাত্রকে নির্যাতনের মামলায় সেই ব্যবস্থাপক পবিত্র কুমার…
  • ২৩ জানুয়ারি ২০২৬