বশেফমুবিপ্রবিতে বিভিন্ন দল ও মতের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় © টিডিসি ফটো
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য গঠনের সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে ক্যাম্পাসে চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন দল ও মতের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং এ ঐক্যের আহবান জানায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি।
আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে ক্যাম্পাসের সমসাময়িক সমস্যা ও সংকট উত্তরণে একমত হয়েছে ছাত্র সংগঠন ও আলোচনায় অংশগ্রহণকারীরা। ফ্যাসিবাদের দোসর ও ছাত্রলীগের কৃতকর্মের সুষ্ঠু বিচার ও পুনর্বাসন প্রতিরোধের বিষয়েও একমত প্রকাশ করেন তারা।
আরো পড়ুন: জবিতে ভর্তি: ছবি ও স্বাক্ষর জটিলতায় প্রবেশপত্র না পেলে যা করতে হবে
এ সময় ফ্যাসিবাদের দোসরদের অনুপ্রবেশ আটকানো, ছাত্রলীগের পুনর্বাসন বন্ধ এবং ছাত্রদের বিভিন্ন অধিকার আদায়ের লক্ষ্যে একসাথে কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ হয় ছাত্র সংগঠনগুলো।
আলোচনায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সাধারণ শিক্ষার্থী এবং সাংবাদিকসহ সব পক্ষের প্রতিনিধি।