বুটেক্সে তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স মে মাসে

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) তৃতীয়বারের মতো আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ২০২৫’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হবে চলতি বছরের ২৪ মে।

এবার ফ্যাশন ইনোভেশন ও টেকসই অ্যাপারেল প্রোডাকশনের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আন্তর্জাতিক এ কনফারেন্সটির পরিচালনায় থাকবে ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং অনুষদ।

কনফারেন্সে অংশগ্রহণকারীরা ফ্যাশন ইনোভেশন, ব্র্যান্ডিং ও রিটেইলিং, টেক্সটাইল ইন্ডাস্ট্রি ৪.০ ও ৫.০, ফাংশনাল টেক্সটাইলস অ্যান্ড ওয়্যারএবেল টেকনোলজি, টেকনোলজি অব ফাইবার প্রসেসিং, রোবটিক্স অ্যান্ড অটোমেশন ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল, ক্লথিং কমফোর্ট, সারফেস ফাংশনালাইজেশন অ্যান্ড কোটিং, অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড কনজিউমার সায়েন্স বিষয়ে গবেষণাপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন।

এছাড়া টেকনোলজি অব এডিটিভ ম্যানুফ্যাকচারিং, নেক্সট-জেন ফাইবারস অ্যান্ড ম্যাটেরিয়ালস, ফাইবার-রিইনফোর্সড কম্পোজিট ম্যাটেরিয়ালস, বায়োপলিমারস অ্যান্ড টেক্সটাইল পলিমার কেমিস্ট্রি, ন্যানো-সায়েন্স ইন টেক্সটাইলস, কেমিস্ট্রি অব ডাইস অ্যান্ড কেমিক্যালস, টেক্সটাইল মেশিনারিজ অ্যান্ড মেইনটেন্যান্স, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, রিসাইকেলিং, লাইফ সাইকেল অ্যানালাইসিস, সাসটেইনেবিলিটি অ্যান্ড সার্কুলারিটি, টেক্সটাইল ইকোনমি অ্যান্ড সাসটেইনেবল সাপ্লাই চেইন, ওয়েস্ট অ্যান্ড ওয়েস্ট-ওয়াটার ম্যানেজমেন্ট, রিনিউএবল এনার্জি, কমপ্লায়েন্স অ্যান্ড কমার্শিয়াল ইস্যুস অব অ্যাপারেল ইন্ডাস্ট্রি, টেক্সটাইল রিসার্চ অ্যান্ড এডুকেশন বিষয়ে গবেষণাপত্র জমা দেওয়া যাবে।

আরো পড়ুন: রংপুরের এক কলেজ থেকে ৬৯ শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ

উল্লেখ্য, বুটেক্সে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল গত বছর ২৩ মে। ওই সম্মেলনে প্রায় ১০০টি গবেষণাপত্র জমা পড়েছিল। রেজিস্ট্রেশন ফি ও বিস্তারিত তথ্যের জন্য  https://www.butex.edu.bd/conference-2025/ লিংক দেখুন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence