ডুয়েটের বিজয় ২৪ হলে শিক্ষার্থীদের সঙ্গে খাবার খেলেন উপাচার্য ও উপ-উপাচার্য
- ডুয়েট প্রতিনিধি
- প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৬:৩৩ PM , আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ০৬:৩৩ PM

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) দ্বিতীয় ক্যাম্পাসের নতুন হল ‘বিজয় ২৪’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর শিক্ষার্থীদের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। রবিবার (১৯ জানুয়ারি) ডাইনিং কার্যক্রম শুরু হলে সেখানে এ মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডুয়েটের উপ-উপাচার্য প্রফেসর ড. আরেফিন কাউসার, হল প্রভোস্ট প্রফেসর ড. আব্দুর রশিদ, এবং সহকারী প্রভোস্টবৃন্দ। এ সময় উপাচার্য এবং অন্যান্য শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের খোঁজ খবর নেন।
হলের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে মেকানিক্যাল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সাগর হোসেন জানান, ডুয়েটের ইতিহাসে আমরাই প্রথম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা প্রায় সবাই হলে সিট পেয়েছি। এটা আমাদের জন্য দারুণ ব্যাপার। বাইরে মেসে থাকার খরচ বেশি, নিরাপত্তা ঝুঁকি, অস্বাস্থ্যকর খাবার সহ আরও অনেক সমস্যা থেকে আমরা মুক্ত হয়েছি। হল দ্রুত চালু করায় ইন্টারনেট সংযোগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ না থাকা, মেইন ক্যাম্পাসের সাথে যাতায়াতসহ বেশ কিছু সমস্যা রয়েছে। সাময়িক অসুবিধা হলেও আমরা এতে মোটেও বিচলিত নই বরং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশাবাদী আমাদের আন্তরিক ডুয়েট প্রশাসন খুব দ্রুতই সব সমস্যা সমাধান করবেন।
হলের অন্যান্য শিক্ষার্থীরাও এ উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং ডুয়েট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা মনে করেন, ‘বিজয়-২৪’ হল ডুয়েট ক্যাম্পাসের আবাসন সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।