মেরিটাইম ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি হলেন ডেইলি ক্যাম্পাসের আশিক

১৯ জানুয়ারি ২০২৫, ০৫:২৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
সাংবাদিক সমিতির লোগো ও সভাপতি তৌফিকুল ইসলাম আশিক

সাংবাদিক সমিতির লোগো ও সভাপতি তৌফিকুল ইসলাম আশিক © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির ২য় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তৌফিকুল ইসলাম আশিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মর্নিং পোস্ট প্রতিনিধি তালহা বিন হাবিব।

কমিটির অন্যা সদস্যরা হলেন- সহ-সভাপতি আতিক ইশরাক রিজভী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রাহাদ আলী সরকার, কোষাধ্যক্ষ মাজহারুল হক মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সামিউল ইসলাম প্রমি, দপ্তর সম্পাদক সানজীম সাজিদ জীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিকুর রহমান সাদি এবং কার্যনির্বাহী সদস্য তাসফিয়া তাবাস্সুম। এছাড়াও সহযোগী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন খালিদ হাসান, রাইসুল ইসলাম, শেখ সাদাদ বিন আব্দুল আহাদ।

সাধারণ সম্পাদক তালহা বিন হাবিব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার পরিবেশ সৃষ্টিতে শুরু থেকে যারা কাজ করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ইতোমধ্যে সাংবাদিক সমিতির সদস্যগণ বিশ্ববিদ্যালয়ের জন্য নিবেদিত হয়ে কাজ করছে। সামনে ইনশাআল্লাহ আরো ভালো কিছু করবে। আশা করছি, সাংবাদিক সমিতির মাধ্যমে গণমাধ্যমের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়, বোঝাপড়া এবং হৃদ্যতা বাড়বে। পাশাপশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ও জাতীয় পর্যায়ের সাংবাদিক সংগঠনগুলোর সাথে যোগাযোগ রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।’

নবনির্বাচিত কমিটির সভাপতি তৌফিকুল ইসলাম আশিক বলেন, ‘বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিকে দেশ বিদেশের অগণিত মানুষের সামনে তুলে ধরার জন্য আমাদের এই যাত্রা। ইতোমধ্যে সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছে। আমাদের এই নবনির্বাচিত কমিটি বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের সংবাদ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিবেশনে কাজ করবে। আশা করি, সাংবাদিকতার চর্চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা আমাদের সহযোগিতা করবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংবাদিকতায় উদ্বুদ্ধ করা ও ক্যাম্পাস প্রতিনিধিদের মান উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত কাজ করব।’

হাসিনা আপার কর্মী-সমর্থকদের জানাতে চাই, আমরা আছি আপনাদের পা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার দুই যুগেও মাভাবিপ্রবিতে নেই নিজস্ব মন্দির, খোলা …
  • ২৪ জানুয়ারি ২০২৬
কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে…
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘ফ্যাসিস্ট আমলে জাতীয়তাবাদী আদর্শের যারা নিয়োগ পেয়েছে, তারা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নাহিদের আসনে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোর অভিযোগ বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
  • ২৩ জানুয়ারি ২০২৬