পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে অধিকাংশ মাল্টিমিডিয়া প্রজেক্টর অকেজো, বিপাকে শিক্ষার্থীরা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল ক্যাম্পাস
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল ক্যাম্পাস  © সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে অধিকাংশ মাল্টিমিডিয়া প্রজেক্টর। এগুলো অকেজো থাকায় পাঠদান কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ফলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়া কোনো কোনো শ্রেণিকক্ষে আধুনিক সাউন্ড সিস্টেম না থাকায় ক্লাসে মনোযোগ দিতে শিক্ষার্থীদের সমস্যা হয়। আধুনিক প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার ক্ষেত্রে এমন অবহেলা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে মূলত ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ও অ্যানিমেল হাসব্যান্ড্রি ডিগ্রিতে শিক্ষার্থীরা ভর্তি হন। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে এগিয়ে যেতে এ শিক্ষা খাতে সর্বাধুনিক প্রযুক্তির প্রয়োজন। মাল্টিমিডিয়া প্রজেক্টর অকেজো থাকায় পাঠদান কার্যক্রমে বাধার সৃষ্টি হয়েছে। এতে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়া কোনো কোনো শ্রেণিকক্ষে আধুনিক সাউন্ড সিস্টেম না থাকায় ক্লাসে মনোযোগ দিতে শিক্ষার্থীদের সমস্যা হয়।

আরও পড়ুন: ৯ দফা দাবিতে উত্তাল রুয়েট, প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এএসভিএম অনুষদের ২০২২-২৩ সেশনের এক শিক্ষার্থী বলেন, ‘দীর্ঘদিন ধরে ক্লাসরুমের প্রজেক্টরগুলো নষ্ট অবস্থায় পড়ে আছে। প্রশাসন এখনো কোনো পদক্ষেপ নেয়নি। এতে আমাদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে। প্রজেক্টর না থাকায় শিক্ষকরা সুষ্ঠুভাবে পাঠদান করতে পারছেন না। তাই আমরা দ্রুত এর সমাধান চাই।’

এ ছাড়া একই অনুষদের অপর আরেকজন শিক্ষার্থী বলেন, ‘আমাদের বিভিন্ন বিষয়ভিত্তিক ছবি বা জটিল ফিগার বুঝতে প্রজেক্টর ছাড়া অনেক কঠিন হয়ে যায়। প্রজেক্টর না থাকায় অনেক সময় স্যাররা নিজেদের ডিপার্টমেন্টের অথবা ব্যক্তিগত প্রজেক্টর দিয়ে ক্লাস নেন। এতে আমাদের ও স্যারদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। গত আগস্ট মাস থেকে আমাদের বলা হচ্ছে দ্রুত প্রোজেক্টর ঠিক করা হবে, কিন্তু বছর পার হলেও সমস্যা দূর হয়নি।’

আরও পড়ুন: ইউজিসির আশ্বাসের পরও ক্লাস-পরীক্ষা বর্জন থেকে ফিরবেন না মেরিটাইম শিক্ষার্থীরা

এ বিষয়ে এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. ফয়সাল কবির বলেন, ‘আমাদের নতুন ও পুরাতন একাডেমিক ভবনের সব মাল্টিমিডিয়া প্রজেক্টর নষ্ট নয়। যেগুলো নষ্ট আছে, সেগুলোর মেরামতের কাজ চলমান। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম কাজ করছে। খুব দ্রুতই আমরা সব মাল্টিমিডিয়া প্রজেক্টরের সমস্যার সমাধান করতে সক্ষম হব।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence