‘বিশ্ববিদ্যালয়গুলোয় এআই বিষয়ে শিক্ষাদান ও চর্চার ক্ষেত্র প্রস্তুত করতে হবে’

মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম  © সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম বলেছেন, চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন শেষে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের (এআই) মাধ্যমে পঞ্চম ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন উন্নত দেশগুলোয় শুরু হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোয় এআই বিষয়ে শিক্ষাদান ও এটা চর্চার ক্ষেত্র প্রস্তুত করতে হবে। পাশাপাশি রোবোটিক বিষয়েও উন্নতি সাধন করতে হবে।

আজ রবিবার (১২ জানুয়ারি) দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, দেশের সব শিক্ষার্থীর মধ্যে মূল্যবোধ, নৈতিকতা এবং দেশ প্রেম গড়ে তোলার জন্য স্কুলের প্রথম থেকে দশম শ্রেণির পাঠ্যপুস্তকে এই বিষয়গুলো অর্ন্তভুক্ত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: শাবিপ্রবি থেকে ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ ২৯ শিক্ষার্থীকে বহিষ্কার

তিনি আরও বলেন, বিগত সরকার অবাধ দূর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করে রেখে গেছে। অর্ন্তবর্তীকালীন সরকার ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে নানা উদ্যোগ অব্যাহত রেখেছে। এই সরকার আগামী সরকারের জন্য একটা মজবুত অর্থনীতি রেখে যাবে।

সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, বেতন-ভাতা ও অন্যান্য  সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আসছেন।  তিনি শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

আরও পড়ুন: রাতে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

মতবিনিময় সভায় বক্তব্য দেন ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনলজির (আইআইসিটি) পরিচালক অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। সভায় বিভিন্ন বিভাগের শিক্ষকরা গবেষণা খাতে বাজেট বৃদ্ধিসহ শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির জন্য সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। মতবিনিময় সভায় সব বিভাগের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আরও পড়ুন: বশেমুরবিপ্রবিতে দুদকের অভিযান, মিলেছে অভিযোগের সত্যতা

এর আগে সকালে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম শহীদ মিনার প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জুলাই বিপ্লব স্মরণে আয়োজিত তারুণ্যের উৎসবের উদ্বোধন করেন। তারুণ্যের উৎসবে সাধারণ শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গল্প লেখা প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনীসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিনা মূল্যে রক্তদান ও দন্ত চিকিৎসার ব্যবস্থা করে রুয়েট প্রশাসন ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence