কুয়েটে ভর্তি পরীক্ষা ১১ জানুয়ারি, প্রতি আসনে ২৩ জন প্রার্থী

মতবিনিময়ে কথা বলছেন ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ মাছুদ
মতবিনিময়ে কথা বলছেন ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ মাছুদ  © সংগৃহীত

দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ১১ জানুয়ারি। তিন অনুষদের ১৬ বিভাগে ১ হাজার ৬৫ আসনের বিপরীতে রেকর্ড পরিমাণ ২৪ হাজার ৫২৭ জন প্রার্থী ভর্তি যুদ্ধে অংশ নিচ্ছেন। সে হিসাব অনুযায়ী প্রতি আসনের বিপরীতে ২৩ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়টি প্রকৌশল গুচ্ছের অধীন পরীক্ষা নিলেও এবার নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়া হচ্ছে। কুয়েটের ভর্তি পরীক্ষায় এবার সর্বোচ্চ রেকর্ড পরিমাণ পরীক্ষার্থী অংশ নিতে যাচ্ছেন।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় কুয়েট কনফারেন্স রুমে খুলনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ মাছুদ এ তথ্য প্রদান করেন।

আরও জানা যায়, যোগ্য প্রার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীদের প্রবেশপত্রও ডাউনলোড শুরু হয়েছে। ১১ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর্কিটেকচারে অংকন শুরু হবে দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত। খুলনা নগরীর ১১টি কেন্দ্রের ৪৪৭টি কক্ষে এবার ভর্তি পরীক্ষা নেওয়া হবে। আবেদনকারীদের পরীক্ষার কক্ষভিত্তিক আসন বিন্যাস ১০ জানুয়ারি প্রকাশ করা হবে।

আরও পড়ুন: প্রতিষ্ঠার এক যুগেও সমাবর্তন হয়নি বশেমুরবিপ্রবিতে, গ্র্যাজুয়েটদের ক্ষোভ

কোন বিভাগে কত আসন

সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে ১২০, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ১২০, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) ১২০, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ১২০, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ৬০, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) ৬০।

এ ছাড়া লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) ৬০, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) ৬০, আরবান অ্যান্ড রিজিয়নাল প্ল্যানিং (ইউআরপি) ৬০, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) ৬০, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) ৩০, আর্কিটেকচার (আর্ক) ৪০, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) ৬০, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) ৩০, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) ৩০, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) ৩০।

সংরক্ষিত (ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য) পাঁচটি আসনসহ তিনটি অনুষদের ১৬টি বিভাগে মোট ১ হাজার ৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence