২০২৪ সালে মাভাবিপ্রবি প্রশাসনে নতুন মুখ যারা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

২০২৪ সালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) প্রশাসনে নতুন মুখ যুক্ত হয়েছেন। প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও উন্নত করার লক্ষ্যে যোগদান করেছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল মুখ।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে সরকারের পতনের পর শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে একাধিক গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিরা। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন দেখা দেয়।

উপাচার্য: গত ১৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ২০০১ সালের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের ১০(১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করা হলো।

আরও পড়ুন: নতুন বছরে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রত্যাশা

প্রক্টর: ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইমাম হোসেনকে প্রক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে।

প্রশাসনিক দায়িত্বে নতুন ৮ মুখ: ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবীর হোসেনকে শহীদ জিয়াউর রহমান হলে,পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. দেলোয়ার জাহান মলয়কে  জননেতা আব্দুল মান্নান হলে, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের সহযোগী অধ্যাপক মোছা. নুরজাহান খাতুনকে শহীদ জননী জাহানারা ইমাম হলে,ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইশতিয়াক আহমেদ তালুকদারকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু রাশেদকে শেখ রাসেল হলে আগামী তিন (৩) বছরের জন্য প্রভোস্ট পদে নিয়োগ প্রদান করা হয়।

আরও পড়ুন: মেরিটাইম ছাত্র সংসদ কেমন হবে, নিজেদের মত জানালেন শিক্ষার্থীরা

প্রশাসনিক দায়িত্বে নতুন ৮ মুখ: ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে  কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমানকে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল করিমকে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবু জুবাইরকে কেন্দ্রীয় গ্রন্থাগারে গ্রন্থাগারিক, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে হাবিবাকে আলেমা খাতুন ভাসানী হলে প্রভোস্ট, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল গাফ্ফার খানকে বিএনসিসির প্লাটুন কমান্ডার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাদিফুর রহমানকে মাওলানা ভাসানী রিসার্চ সেন্টার এর পরিচালক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাঈম মোহাম্মদ দেলোয়ার হোসেনকে আইসিটি সেলের পরিচালক ও এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মেহনাজ আব্বাসী বাধনকে সহকারী প্রক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের পরিচালক: ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. দিদারুল ইসলাম ভূঁইয়াকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়।

আরও পড়ুন: রাবিপ্রবিতে এক দশকেও হয়নি স্থায়ী ভবন, নানান সংকটে ভোগান্তি শিক্ষার্থীদের

উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ: ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বরাবর পদত্যাগ পত্রে স্বাক্ষর উপউপাচার্য অধ্যাপক ড এআরএম সুলাইমান পদত্যাগ করেছেন। ১০ আগস্ট রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বরাবর পদত্যাগপত্রে স্বাক্ষর ট্রেজারার অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম পদত্যাগ করেছেন।

উল্লেখ্য, তাদের (উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ) পদত্যাগের কারণে বর্তমান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ পদশূন্য। নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ চাচ্ছেন  শিক্ষক-শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence