শিক্ষকের বদলি আদেশ প্রত্যাহার দাবিতে সিটেকে প্রশাসনিক ভবনে তালা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
চট্টগ্রামের জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (সিটেক) ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলামকে (কারিগরি) নোয়াখালীর বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বদলির প্রতিবাদে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনসহ মূল ফটকে তালা লাগিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (২৭ ডিসেম্বর ) বেলা ১১টায় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন, একাডেমিক ও আবাসিক এলাকার সংযোগ গেইট ও মূল ফটকে তালা লাগিয়ে দেন এবং প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন।
এ সময় তারা ‘ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ’, ‘সাইফুল স্যারের বদলি আদেশ প্রত্যাহার করতে হবে’, ‘ক্যাম্পাস সাট ডাউন’ লিখাসহ বিভিন্ন স্থানে পোস্টারি করেন। একইসঙ্গে সিটেক শিক্ষকের বদলি হিসেবে কোনো শিক্ষককে এই ক্যাম্পাসে প্রবেশ করতে না দেওয়ার হুমকি এবং দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন।
শিক্ষার্থীরা বলেন, আমাদের ১দফা দাবি হলো সাইফুল স্যারের বদলি আদেশ অতিদ্রুত প্রত্যাহার করতে হবে। যতদিন আমাদের দাবি পূরণ না হবে ততদিন ক্যাম্পাসের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। এবং আমরা সাইফুল স্যারের বদলি হিসেবে কোনো শিক্ষককে এ ক্যাম্পাসে প্রবেশ করতে দিব না। দাবি আদায় না হলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা দিব।
তারা আরও বলেন, সাইফুল স্যার আমাদের ক্যাম্পাস থেকে চলে গেলে আমাদের ক্যাম্পাসে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে কোন শিক্ষক থাকবে না।ফলে ক্যাম্পাসের শিক্ষাব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে। আমরা চাই সাইফুল স্যার আমাদের ক্যাম্পাসে থাকুক। আমরা যে কোনো মূল্যে সাইফুল স্যারকে আমাদের ক্যাম্পাসে রাখতে চাই।
এর আগে গত ২৪ ডিসেম্বর রাত ১১ টায় শিক্ষকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। ওইসময় তারা ক্যাম্পাসের মূল প্রশাসনিক ভবন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে মূল ফটকের সামনে আগুন জ্বালিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল করেন।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর বস্ত্র অধিদপ্তর উপপরিচালক (প্রশাসন) মো. সাইফুর রহমান সাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে চট্টগ্রামের জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (সিটেক) ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলামকে নোয়াখালীর বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বদলির আদেশ দেওয়া হয় এবং বদলিকৃত কর্মস্থলে আগামী ৩০ ডিসেম্বর মধ্যে যোগদান করতে বলা হয়।