বিজয় দিবসে ব্যতিক্রমী উদ্যোগ বশেফমুবিপ্রবির চট্টগ্রাম এসোসিয়েশনের
- বশেফমুবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ PM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ PM
মহান বিজয় দিবসে ব্যতিক্রমী উদ্যোগে সাড়া ফেলেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) পড়ুয়া চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদ৷
সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রায় শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যা বিষয়ক’ কুইজ প্রতিযোগিতা এবং চিত্র প্রদর্শনীর আয়োজন করো সংগঠনটি৷
সংগঠনের উপদেষ্টাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও ফিসারিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস ও প্রভাষক আতিকুর রহমান, গণিত বিভাগের প্রভাষক সজীব হায়াত, ফিসারিজ বিভাগের প্রভাষক রুণা আক্তার জৌতি উক্ত চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা পরিদর্শন করেন৷
আয়োজক কমিটির আশরাফুল ইসলাম আদর, ইয়াসির আরাফাত, সামিহা দেওয়ান মাহী, সাজেদা আক্তার শিমলা, মুহাম্মদ মিনহাজ, মজুল ত্রিপুরা, আব্দুল হামিদ ও সজরুল ইসলামসহ ছাত্র কল্যাণ পরিষদের সদস্যরা জানান ‘এটি নতুনত্বের পাশাপাশি একাত্তরের সাথে চব্বিশের মেলবন্ধনের একটুখানি প্রয়াস ছিল৷’
কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী মৌরি রয় বলেন, ‘এমন আয়োজন ইতিপূর্বে খুব একটা হয়েছে কিনা জানা নেই৷ অনেক ভালো লেগেছে আর জুলাই বিপ্লব সম্পর্কিত অনেকগুলো বিষয় নতুন করে জেনেছি যেটা প্রায় ভুলেই যেতে বসেছি৷ সিনিয়র ভাইদেরকে ধন্যবাদ এমন আয়োজনের জন্য৷’