শঙ্কিত হওয়ার কারণ নেই, চাঁদাবাজি-টেন্ডারবাজিতে হাত পড়বে না: বিএনপিকে এনসিপি নেতা
রাঙামাটির বিএনপি নেতাদের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাঙামাটি জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মো. জাহিদুল ইসলাম বলেছেন, ‘পার্বত্য অঞ্চলে জাতীয় রাজনীতি করতে গেলে কিছু প্রতিবন্ধকতা থাকে। এনসিপি যদি এখানে খুব বেশি শক্তিশালী হয়, হয়তো কারও মাথাব্যথা হতে পারে, পেটব্যথার কারণ হতে পারে। কিন্তু আমাদের দ্বারা তাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নাগরিক পার্টি করছি আমরা টেন্ডারবাজি-চাঁদাবাজি করার জন্য নয়। তারা যদি মনে করে তাদের চাঁদাবাজি-টেন্ডারবাজিতে হাত পড়বে, কোনো সমস্যা হবে—এটা নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা নিয়মতান্ত্রিক, সুশৃঙ্খল ও গণতান্ত্রিকভাবে আমাদের কার্যক্রম চালিয়ে যাব। তাদের নিয়ে আমাদেরও শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’
- politics
- ১৫ জুন ২০২৫ ২১:০৭