নীরব ছায়ার শ্রদ্ধা—বাবা দিবস উপলক্ষে বুটেক্স শিক্ষার্থীদের অনুভূতি

১৫ জুন ২০২৫, ১০:৩৯ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৪:৪৯ PM
বাবা দিবস উপলক্ষে বুটেক্স শিক্ষার্থীদের অনুভূতি

বাবা দিবস উপলক্ষে বুটেক্স শিক্ষার্থীদের অনুভূতি © টিডিসি

বিশ্বব্যাপী জুন মাসের তৃতীয় রোববার পালিত হয় ‘বাবা দিবস’—একটি দিন, যা উৎসর্গ করা হয় সেই মানুষটির প্রতি, যিনি নীরবে নিভৃতে সারাজীবন সন্তানের ভবিষ্যৎ গড়তে নিরলসভাবে পরিশ্রম করে গেছেন। বাবার অবদান, ত্যাগ, নিঃশব্দ ভালোবাসা আর অদম্য সংগ্রাম প্রতিদিনই অনুপ্রেরণা জোগায়। এই বিশেষ দিনটি উপলক্ষে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের  (বুটেক্সে) কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেল তাদের অনুভূতির কথা—তাদের চোখে বাবা দিবসের মানে কী, আর তাঁদের জীবনে বাবার প্রভাব কতটা গভীর।

“হয়তো সবসময় বলি না, কিন্তু বাবা আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা – আমার মেরুদণ্ড।”

– খোশবুবা আলম ব্রতী, ৪৭তম ব্যাচ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজম্যান্ট

তিনি বলেন, বাবা তার আবৃত্তির প্রথম অনুপ্রেরণা, জীবনের প্রতিটি সিদ্ধান্তে বাবার আদর্শ ও শিক্ষা আজও তাকে পথ দেখায়।

“আমার কুল ড্যাড-টাই আমায় উড়াল দেওয়ার সাহস দিয়েছে।”

– সুমাইয়া বিনতে সামজাদ, ৪৮তম ব্যাচ, টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন

তিনি জানান, বাবার কাছ থেকেই জীবনে নিজের পছন্দে এগিয়ে যাওয়ার সাহস পেয়েছেন। প্রতিটি ছোট প্রয়াসে তিনি বাবার মুখে হাসি দেখতে চান।

 “বাবার ধৈর্য আর দৃঢ়তা, আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।”

– তায়াসসুক ইমাম, ৪৮তম ব্যাচ, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং

বাবার নীরব সংগ্রাম ও কঠোর পরিশ্রম তার জীবনের ভিত্তি গড়ে দিয়েছে। তার মতে, অনুভবটাই বাবা দিবসের আসল উদযাপন।

“ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা বাবার কাছ থেকেই পাই।”

– আবদুল্লাহ আল রাফি ফাইয়াস, ৪৬তম ব্যাচ, টেক্সটাইল মেশিনারি ডিজাইন এন্ড মেইনটেন্যান্স

ছোটবেলা থেকে বাবাই ছিলেন তার শিক্ষক, তার দিকনির্দেশক। ব্যর্থতার সময়ও বাবাই শক্তি যুগিয়েছেন।

 “বাবা, তুমি সবসময় ছায়ার মতো ছিলে, আছো, থাকবে।”

– সানজিদা আফরিন, ৪৯তম ব্যাচ, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং

তিনি বলেন, ছোটবেলায় কঠিন মনে হলেও, বাবার নীরব ভালোবাসা এখন বুঝতে পারেন তিনি। প্রতিটি সিদ্ধান্তের পেছনে ছিল বাবার সাহস জোগানো হাত।

 “তুমি আমার জীবনের আসল হিরো, বাবা!”

– সাদমান হাফিজ, ৫০তম ব্যাচ, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং

জীবনের প্রতিটি বাঁকে বাবার বলা কথাগুলোই তাকে আশ্বস্ত করেছে। বাবার শ্রম আর সততাই তার আদর্শ।

এই ছোট ছোট কথাগুলো যেন এক একটি হৃদয়স্পর্শী কৃতজ্ঞতা। হয়তো সমাজে মা দিবসের মতো জাঁকজমকপূর্ণ না হলেও, প্রতিটি সন্তানের হৃদয়ে বাবার জায়গা ঠিকই অমলিন। বাবারা হয়তো মুখে বলেন না, তবুও তাদের নিঃশব্দ উপস্থিতি, ত্যাগ আর ভালোবাসার ঋণ কখনোই শোধ হবার নয়।

বিএনপির বিদ্রোহী প্রার্থী ফিরোজ যে প্রতীক পেলেন
  • ২১ জানুয়ারি ২০২৬
‘গুচ্ছ ভর্তিতে শীর্ষ ২০-এ থাকব ভেবেছিলাম, হলাম প্রথম’
  • ২১ জানুয়ারি ২০২৬
না ফেরার দেশে চিত্রনায়ক জাভেদ
  • ২১ জানুয়ারি ২০২৬
মিরপুরে মহিলা জামায়াত কর্মীদের অবরুদ্ধ ও হামলায় জড়িতদের গ্র…
  • ২১ জানুয়ারি ২০২৬
ইসি ব্যবস্থা না নিলে ‘পক্ষপাতদুষ্ট’ কর্মকর্তাদের তালিকা প্র…
  • ২১ জানুয়ারি ২০২৬
ভিপি নুর পেলেন ট্রাক প্রতীক, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9