শাবিপ্রবির আইকিউএসির নতুন পরিচালক অধ্যাপক নিজাম উদ্দিন

৩০ নভেম্বর ২০২৪, ০৪:৩৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১০ PM
অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন

অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন।

শনিবার (৩০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির। 

রেজিস্ট্রারের এক অফিস আদেশে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের আইপিই বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খানকে তার আবেদনের পরিপ্রেক্ষিতে আইকিএসির পরিচালক পদ হতে ১১ আগস্ট, ২০২৪ তারিখ থেকে অব্যাহতি প্রদান করা হলো। একই সঙ্গে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত আইকিউএসির পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

আরও পড়ুন: এবার প্রকাশ্যে এলো শাবিপ্রবি ছাত্রশিবির, উপাচার্যকে দিল ৫২ দফা প্রস্তাব

দায়িত্ব পালনের জন্য তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়।

দায়িত্বপ্রাপ্তির বিষয়ে অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করতে বিভিন্ন ট্রেনিং ও ওয়ার্কশপের উদ্যােগ নেব।  টিচিং প্রফেশনকে আরও আকর্ষণীয় করতে টেকনিক ও টেকনোলজির সমন্বয় করাসহ বিশ্বের আপ-টু-ডেট ধারণা ব্যবহারের ব্যপারে উদ্যোগী হব।’

তিনি আরও বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও গতিশীল করতে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আলাদা ট্রেইনিংয়ের ব্যবস্থা করা গ্রহণ করা হবে। সর্বোপরি সময় উপযোগী এবং আউট-কাম-বেজড শিক্ষা কার্যক্রম ইমপ্লিম্যান্ট করার মাধ্যমে  শিক্ষার্থীদের গুণগত মান বৃদ্ধি করতে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।’

আরও পড়ুন: শাবিপ্রবির বিভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে ছাত্রশিবিরের মতবিনিময়

উল্লেখ, অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি রসায়ন এ ব্যাচেলর অব সায়েন্স (অনার্স), ভৈত রসায়ন এ মাস্টার্স অব সায়েন্স শাবিপ্রবি হতে সম্পন্ন করেন। এরপর বুয়েট থেকে মাস্টার্স অব ফিলোসফি, জাপান থেকে মাস্টার্স অব ইঞ্জিনিয়ারিং এবং ডক্টর অব ফিলোসফি সম্পন্ন করেন। তিনি সাগা ইউনিভার্সিটি (জাপান), পুসান ন্যাশনাল ইউনিভার্সিটি (দক্ষিণ কোরিয়া) এবং বিলকেন্ট ইউনিভার্সিটিতে (তুরস্ক) পোস্ট ডক্টরেট করেন।

ট্যাগ: নিয়োগ
মিয়ানমারে বিয়ে ও অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বিমান হামলা, …
  • ২৪ জানুয়ারি ২০২৬
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নেতৃত্বে ৩ শতাধিক নেতাকর্মীর জা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাজবাড়ীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর সমর্থ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
গ্রীনল্যান্ডে পেঙ্গুইনের সঙ্গে হাঁটছেন ট্রাম্প, এআই ছবি প্র…
  • ২৪ জানুয়ারি ২০২৬
​মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার আমিনুল হকের
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইঞ্জিনের ত্রুটিতে চাঁদপুরে আটকে মেঘনা এক্সপ্রেস, দুর্ভোগে য…
  • ২৪ জানুয়ারি ২০২৬