মাভাবিপ্রবিতে ইডিজিই প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ

ইডিজিই প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ
ইডিজিই প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ  © টিডিসি

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইনঞ্জিয়ারিং (সিএসই)  বিভাগের  তত্ত্বাবধানে Enhancing Digital Government and Economy (EDGE)  প্রকল্পের অধীনে পরিচালিত প্রশিক্ষণ প্রোগ্রামের শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

দুই দিন ব্যাপী (২৫ ও ২৬ ) নভেম্বর সন্ধ্যায় স্থানীয় ভিক্টোরিয়া ফুড জোন রেস্টুরেন্টে  সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন  বিশ্ববিদ্যালয়ের  ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ। 

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন  ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড.  মো. ইকবাল মাহমুদ এবং প্রক্টর অধ্যাপক ড.  মো. ইমাম হোসেন । উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মতিউর রহমান,  অধ্যাপক ড.  মো. মোস্তফা কামাল নাসির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক ড.  মো. সাজ্জাদ হোসেন এবং সভাপতিত্ব করেন সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মেহেদী হাসান  তালুকদার।

আরও পড়ুন: মাভাবিপ্রবিতে আইসিটি বিভাগের অ্যালামনাই পুনর্মিলনী উদযাপন

প্রধান অতিথি অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ বলেন, শুধু  একাডেমিক ডিগ্রি অর্জন করেই সবকিছু শেখা ও জানা যায় না।  কার্যকর কিছু করার জন্য  প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ শেষে  প্রাপ্ত এই সনদ ভবিষ্যৎ জীবনে ক্যারিয়ার গঠনে সহায়তা করবে।  

দেশের আইটি ও কম্পিউটার প্রোগ্রামিং সেক্টরে দক্ষ নাগরিক গড়ে তুলতে  প্রকল্পের আওতায় এ বিভাগের তত্ত্বাবধানে  প্রশিক্ষণ দেয়া হয় ।  ইতোমধ্যে ২৪ টি ব্যাচের প্রশিক্ষণ  সমাপ্ত হওয়ায় ৫৭৭ জনকে সনদ প্রদান করা হয়। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন  সরকারি কলেজের অনার্স ৩য় ও ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা সেখানে  অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence