সিটি করপোরেশনের ৮৭ লাখ টাকা পরিশোধ করলো শাবিপ্রবি 

২৬ নভেম্বর ২০২৪, ০৪:৩০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ PM
হোল্ডিং ট্যাক্সের টাকা পরিশোধ অনুষ্ঠান

হোল্ডিং ট্যাক্সের টাকা পরিশোধ অনুষ্ঠান © টিডিসি ফটো

হোল্ডিং ট্যাক্স বাবদ ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত দুই কোটি সত্তর লক্ষ ঊনপঞ্চাশ হাজার দুইশত ছিয়ানব্বই টাকা পাওনার মধ্যে সাতাশি লাখ সাতাশি হাজার নয়শত বায়ান্ন টাকা বকেয়া পরিশোধ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রসাশন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সম্মেলন কক্ষে কর্তৃপক্ষের হাতে চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। 

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রতিনিধি সহকারী কর কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম ও কর আদায়কারী সাইফুল ইসলাম।

সিলেটের আওতাধীন ১১৫৯ হতে ১২০৪ নং হোল্ডিংগুলোর অনুকূলে বকেয়াসহ ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত হোল্ডিং ট্যাক্স বাবদ দুই কোটি সত্তর লক্ষ ঊনপঞ্চাশ হাজার দুইশত ছিয়ানব্বই টাকা পাওনার মধ্যে সাতাশি লক্ষ সাতাশি হাজার নয়শত বায়ান্ন টাকার চেক সিটি কর্পোরেশনের সহকারী কর কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়। অবশিষ্ট এক কোটি বিরাশি লক্ষ একষট্টি হাজার তিনশত চুয়াল্লিশ টাকা বকেয়া রয়েছে ।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সরওয়ারউদ্দিন চৌধুরী সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য অনুরোধ করেন। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তা ও পানি নিষ্কাশন ব্যবস্থার দ্রুত সমাধান করতে সিটি কর্পোরেশনের কাছে আহ্বান জানান তিনি।

মিয়ানমারে বিয়ে ও অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বিমান হামলা, …
  • ২৪ জানুয়ারি ২০২৬
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নেতৃত্বে ৩ শতাধিক নেতাকর্মীর জা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাজবাড়ীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর সমর্থ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
গ্রীনল্যান্ডে পেঙ্গুইনের সঙ্গে হাঁটছেন ট্রাম্প, এআই ছবি প্র…
  • ২৪ জানুয়ারি ২০২৬
​মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার আমিনুল হকের
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইঞ্জিনের ত্রুটিতে চাঁদপুরে আটকে মেঘনা এক্সপ্রেস, দুর্ভোগে য…
  • ২৪ জানুয়ারি ২০২৬