৩ ছাত্রের মৃত্যুতে আইইউটিতে এক সপ্তাহ ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

২৪ নভেম্বর ২০২৪, ০৬:৫১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© ফাইল ফটো

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩ শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এক সপ্তাহ ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল শনিবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ‘মাটির মায়া’ রিসোর্টে যাওয়ার পথে বিআরটিসির একটি দ্বিতল বাস রাস্তায় বিদ্যুতায়িত হয়। এর মধ্যে তিন শিক্ষার্থী মারা যান এবং আহত হন কয়েকজন।

নিহত শিক্ষার্থীরা হলেন- মীর মোজাম্মেল নাঈম (২৩), জোবায়ের আলম সাকিব (২২) ও মুবতাছিন রহমান মাহীন (২২)। তারা বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

এ ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় ও জেলা প্রশাসন আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে। রোববার পল্লী বিদ্যুৎ সমিতি তাদের সাত কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে।

সংবাদ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত ‘মাটির মায়া’ ইকো রিসোর্টে পিকনিক করতে যাওয়ার সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় আইইউটির তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোকাহত।

দুর্ঘটনায় একই বিভাগের আরও তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং তারা বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহত ছাত্রদের চিকিৎসায় সর্বোত্তম সহযোগিতা করবে। এই হৃদয়বিদারক ঘটনায় প্রয়াত শিক্ষার্থীদের আত্মার প্রতি সম্মান জানাতে ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত তিন দিনের শোক ঘোষণা করেছে এবং আইইউটি পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে।

শনিবার এশার নামাজের পর আইইউটির মসজিদে একটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এছাড়া শ্রদ্ধার চিহ্ন হিসেবে এবং এই ট্র্যাজেডির গুরুত্বের স্বীকৃতিস্বরূপ সমস্ত একাডেমিক কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় এই ক্ষতির জন্য গভীর শোক প্রকাশ করেছে। নিহতদের পরিবারের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করে কর্তৃপক্ষ।

গলাচিপা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
জনগণের একটি টাকার ওপরেও আমরা হাত বসাবো না: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
বাউফলে ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে একা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ থেকে বাংলাদেশ আউট, ইন স্কটল্যান্ড
  • ২৪ জানুয়ারি ২০২৬
নিমিষেই গলবে পেটের চর্বি, জেনে নিন বিশেষ পানীয় তৈরির উপায়
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে য…
  • ২৪ জানুয়ারি ২০২৬