দেড় যুগ পর প্রকাশ্যে নবীনদের বরণ করল হাবিপ্রবি শাখা ছাত্রশিবির

২৩ নভেম্বর ২০২৪, ০৩:২৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
হাবিপ্রবিতে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রশিবির

হাবিপ্রবিতে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রশিবির © টিডিসি

দীর্ঘ ১৮ বছর পর প্রকাশ্যে নবাগত শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রশিবির। এতে হাবিপ্রবির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের  পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন বলে জানা গেছে।

শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়-সংলগ্ন একটি রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলাওয়াত, ইসলামী সংগীত পরিবেশন করা হয়।

হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহা. রেজওয়ানুল হকের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসলামী ছাত্রশিবির হাবিপ্রবি শাখার সেক্রেটারি শেখ রিয়াদ। এ সময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। প্রধান অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মুজাহিদ, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক অহিদুল ইসলাম আকীক, দিনাজপুর স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ডা. আফসার আল মাহমুদ, শহর শাখার সভাপতি রেজওয়ানুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের বিজ্ঞানবিষয়ক সম্পাদক ইকবাল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

আরও পড়ুন: প্রকাশিত হলো হাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি-সাধারণ সম্পাদকের পরিচয়

এ সময় নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন প্রদান করতে যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে যুক্ত ছিলেন শিবিরের হাবিপ্রবি শাখার সাবেক সভাপতি  অধ্যাপক ড. আব্দুস সোবহান।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, জাতির সার্বজনীন কল্যাণে অতীতের নেতাদের ভূমিকা উল্লেখযোগ্য নয়। মেধাবী ছাত্রের অবশ্যই দূরদর্শী সম্পন্ন হতে হয়। শিক্ষার্থীরা যদি আত্মপরিচয় ভুলে গিয়ে মোহের মধ্যে ডুবে যায় তবে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে না। আজকে অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে ছাত্রশিবির শিক্ষার্থীদের তাদের করণীয় সম্পর্কে জানানো যার মাধ্যমে তারা ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গঠন করতে পারে।

এ সময় সেক্রেটারি জেনারেল শিক্ষার্থীদের সময় অপচয় না করা এবং কঠোর পরিশ্রম করা পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। উপহার হিসেবে কলম, টেবিল ক্যালেন্ডার, সংক্ষিপ্ত পরিচিত ও কিছু বই দেওয়া হয়।

গলাচিপা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
জনগণের একটি টাকার ওপরেও আমরা হাত বসাবো না: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
বাউফলে ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে একা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ থেকে বাংলাদেশ আউট, ইন স্কটল্যান্ড
  • ২৪ জানুয়ারি ২০২৬
নিমিষেই গলবে পেটের চর্বি, জেনে নিন বিশেষ পানীয় তৈরির উপায়
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে য…
  • ২৪ জানুয়ারি ২০২৬