ডেঙ্গুতে আক্রান্ত রুয়েট শিক্ষার্থীর মৃত্যু

মোহাম্মদ আবু জোবায়ের নিলয়
মোহাম্মদ আবু জোবায়ের নিলয়  © সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ আবু জোবায়ের নিলয় (২৫)। তিনি রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

আবু জোবায়ের ঢাকার সাভারের ফুলবাড়িয়ায় তার পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। 

আবু জোবায়েরের পরিবারের সদস্যরাও ডেঙ্গুতে আক্রান্ত। জোবায়ের ও তার মা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভর্তির পর শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। পরে আজ সকাল ১০টারর দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ছাত্রদলের সঙ্গে রুয়েট প্রশাসনের মতবিনিময়, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

আবু জোবায়েরের মরদেহ সাভারের ফুলবাড়িয়ায় তার অস্থায়ী বাসায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। ঠাকুরগাঁওয়ে গ্রামের বাড়িতে তার তার জানাজা শেষে দাফন করা।

সহপাঠীদের থেকে জানা যায়, নিলয় রুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করে বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি ২০১৬ সালে সাভারের অ্যাসেড স্কুল থেকে মাধ্যমিক ও ২০১৮ সালে নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে ২০১৯ সালে রুয়েট এ ভর্তি হন।


সর্বশেষ সংবাদ