রেজিস্ট্রারকে লাঞ্ছিত করায় হাবিপ্রবির দুই শিক্ষক বরখাস্ত

০৩ ডিসেম্বর ২০১৮, ১১:৪১ AM
রেজিস্ট্রারকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় শিক্ষক- কর্মকর্তারা

রেজিস্ট্রারকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় শিক্ষক- কর্মকর্তারা © সংগৃহীত

রেজিস্ট্রাকে মারধর ও লাঞ্ছিত করার অপরাধে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি)  দুই সহকারী অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল কাসেম তাদেরকে সাময়িক বরখাস্ত করেন।

বরখাস্ত হওয়া দুই সহকারী অধ্যাপক হলেন- রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মহসিন আলী ও ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আবু বক্কর সিদ্দিক। 

জানা যায়, গত ১৪ নভেম্বর সন্ধ্যা ৬টার সময় পদোন্নতি প্রাপ্ত ৫৭ জন শিক্ষক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদারের কক্ষে গেলে ইনক্রিমেন্ট পাওয়া নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। পদোন্নতি প্রাপ্ত সহকারী শিক্ষকরা রেজিস্ট্রারের কক্ষে যান। সেখানে কথা বলে রেজিস্ট্রার অধ্যাপক ড. শফিউল আলম লাঞ্চে যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে যান। এ সময় পেছন থেকে পদোন্নতি প্রাপ্ত দুই সহকারী শিক্ষক রেজিস্ট্রারকে কিলঘুষি মারেন এবং হাত ধরে টেনে নিচে নামিয়ে আনেন। আর এ ভিডিও ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে সমালোচনার ঝড় ওঠে। সবাই ওই দুই সহকারী অধ্যাপকের বহিষ্কার দাবি করেন।

এর আগে সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, কর্মচারী ও শ্রমিকরা রেজিস্ট্রারকে ফুলের মালা দিয়ে বরণ করে ক্যাম্পাস পদক্ষিণ করে প্রশাসনিক ভবনে ঢুকিয়ে দেন এবং রেজিস্ট্রারকে লাঞ্ছিতকারী দুই সহকারী অধ্যাপকের বহিষ্কার দাবিতে মানববন্ধন করেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. আবুল কাসেম রেজিস্ট্রারকে ফুলের মালা দিয়ে বরণ করে তার চেয়ারে বসিয়ে দেন।

এ ব্যাপারে জানতে চাইলে রেজিস্ট্রার অধ্যাপক ড. শফিউল আলম বলেন, আমি উপাচার্যের নির্দেশে দুজন সহকারী অধ্যাপকের সাময়িক বরখাস্তের আদেশে স্বাক্ষর করেছি। এখন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট ও পরামর্শে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বরখাস্ত হওয়া দুই সহকারী অধ্যাপক মহসিন আলী ও আবু বক্কর সিদ্দিক এখনও বরখাস্তের চিঠি পাননি বলে জানিয়েছেন।

এসইউবিতে ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’: নতুন স্বপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬