চার মাসে সেমিস্টার শেষ করার দাবি শাবিপ্রবি শিক্ষার্থীদের

১০ নভেম্বর ২০২৪, ০১:৪৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
সংবাদ সম্মেলনে শাবিপ্রবি শিক্ষার্থীরা

সংবাদ সম্মেলনে শাবিপ্রবি শিক্ষার্থীরা © টিডিসি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের (শাবিপ্রবি) সেশনজট সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে চার মাসে সেমিস্টার শেষ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, ‘গত জুন মাসে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও নানামুখী সংকটের কারণে ক্লাস-পরীক্ষায় বসার সুযোগ হয়নি। এতে  আমাদের প্রায় পুরো এক সেমিস্টার সেশনজটের সংকট তৈরি হয়েছে। তাতে কাঙ্ক্ষিত সময়ে গ্র্যাজুয়েশন শেষ করে বেড় হতে পারব না।’ এ সমস্যার সংকট থেকে উত্তরণের জন্য ছয় মাসের সেমিস্টার চার মাসের মধ্যে শেষ করার দাবি জানান তারা।

আরও পড়ুন: শাবিপ্রবিতে অর্ধশতাধিক ‘জিয়া ট্রি’ রোপণ

এ সময় ৫ দফা দাবি তুলে ধরেন তারা। দাবিগুলো হলো শাবিপ্রবিকে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের করে এনে স্বতন্ত্রভাবে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজন করা, সেশনজট কমিয়ে আনার জন্য আগামী ৩ সেমিস্টার ৪ মাস করে সময়ে শেষ করা,  আন্দোলনে হামলার সঙ্গে জড়িত এবং হলে অস্ত্র ও মাদকের সঙ্গে জড়িত ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া, ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা এবং পোষ্য কোটা বাতিল করা ও কেন্দ্রীয় লাইব্রেরিতে উন্মুক্ত রিডিং রুমের ব্যবস্থা করা। 

বাংলা বিভাগের শিক্ষার্থী আবু সালেহ নাসিম বলেন, ‘কোভিড-১৯ এর কারণে আমাদের এক বছর দুই মাস সময় নষ্ট হয়েছে। ভিসিবিরোধী আন্দোলনের কারণে দুই মাস সময় নষ্ট হয়েছে। ২০২২ এ বন্যার কারণে দুই মাস সময় নষ্ট হয়েছে ও সর্বশেষ জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে শাবিপ্রবিতে চতুর্মুখী আন্দোলনের ফলে প্রায় ৫ মাস সময় নষ্ট হয়ে গিয়েছে। ফলে গ্র্যাজুয়েশন শেষ করতে আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। তাই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ আগামী এক বছরের মধ্যে ৪ মাস করে সেমিস্টার শেষ করে দ্রুত সময়ের মধ্যে এ সংকটের সমাধান করা।’

আরও পড়ুন: তারেক রহমানের মামলা প্রত্যাহার চান শাবিপ্রবির সাবেক ও বর্তমান ছাত্রদল নেতারা

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, 'শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো পূরণ করতে আমরা কার্যকর ব্যবস্থা নেব। আমরাও চাচ্ছি দ্রুততম সময়ের মধ্যে সেশনজট সমস্যার সমাধান করতে। আশা করি খুব দ্রুতই এ সংকট থেকে উত্তরণ করতে পারব।’

গলাচিপা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
জনগণের একটি টাকার ওপরেও আমরা হাত বসাবো না: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
বাউফলে ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে একা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ থেকে বাংলাদেশ আউট, ইন স্কটল্যান্ড
  • ২৪ জানুয়ারি ২০২৬
নিমিষেই গলবে পেটের চর্বি, জেনে নিন বিশেষ পানীয় তৈরির উপায়
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে য…
  • ২৪ জানুয়ারি ২০২৬