পাবিপ্রবি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাবিপ্রবিতে পেশাগত দক্ষতা বৃদ্ধি-সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা
পাবিপ্রবিতে পেশাগত দক্ষতা বৃদ্ধি-সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা  © টিডিসি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) কর্মরত দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা ও তৃতীয় শ্রেণির কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি-সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিনব্যাপী ইনষ্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল।

ওয়ার্কশপ অন অফিসিয়াল রুলস, রেগুলেশন অ্যান্ড প্রটোকল, ডিউটিস অ্যান্ড রেসপনসিবিলিটিস; ফাইল অ্যান্ড রেকর্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ফিজিওলজিক্যাল সেফটি এট ওয়ার্কপ্লেস ফর বেটার সার্ভিস ডেলিভারি’ শীর্ষক দুইটি পর্বে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সকালের পর্বে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল বলেন, ‘দেশের উন্নতির জন্য সবাইকে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। আমরা চাই বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলতে। এখন ব্যক্তিগত স্বার্থ না দেখে বৃহত্তর স্বার্থ দেখতে হবে, ত্যাগের মানসিকতা অর্জন করতে হবে। পেশাগত দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। পেশাগত কাজের মান বৃদ্ধি করতে হবে। অফিসিয়াল আইন নিয়মনীতি বিধি বিধান সবাইকে মেনে কাজ করলে পরিবর্তন আসবে। বর্তমান প্রজম্মের বড় দাবি-পরিবর্তন। নতুন সিস্টেম দাঁড় করানো। বর্তমান প্রজম্মের দাবি অনুযায়ী আমরা নিজেদের পরিবর্তন করলে জাতি উপকৃত হবে। জাতি উপকৃত হলে আমাদের সন্তানরা উপকৃত হবে।’

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা লাগবে: পাবিপ্রবি উপাচার্য

দ্বিতীয় পর্বে তৃতীয় শ্রেণির কর্মচারীদের প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্যে উপাচার্য কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘আপনারা আমাদের সম্পদ। আপনাদের নিজেদেরকে তুলে ধরার যথেষ্ট সুযোগ আছে। নিজ নিজ জায়গা থেকে মানসম্মত কাজ করবেন। নিজ নিজ ক্ষেত্রে নিজের যথাযথ দায়িত্ব পালন করবেন। সুন্দর কর্মক্ষেত্র আপনারা গড়ে তুলবেন।’

ইনষ্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজার সভাপতিত্বে এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক আ. ত.ম. আব্দুল্লাহেল বাকী ও সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ।

শুভেচ্ছা বক্তব্য দেন আই কিউ এসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. নূরে আলম ও অতিরিক্ত রেজিস্ট্রার কামরুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আই কিউ এসির অতিরিক্ত পরিচালক আশফাকুর রহমান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence