মাভাবিপ্রবিতে আইসিটি বিভাগের অ্যালামনাই পুনর্মিলনী উদযাপন

মাভাবিপ্রবিতে আইসিটি বিভাগের পুনর্মিলনী উদযাপন
মাভাবিপ্রবিতে আইসিটি বিভাগের পুনর্মিলনী উদযাপন  © টিডিসি

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের পুনর্মিলনী উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে আজ শনিবার (২ নভেম্বর)  সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রথম অ্যাকাডেমিক  ভবনে কেক কেটে আনন্দ র‌্যালির উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। 

র‌্যালি  শেষে  ক্যাম্পাসে  মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় মাভাবিপ্রবির শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম, প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন-চেয়ারম্যান-শিক্ষক,  নবীন শিক্ষার্থী ও অ্যালামনাই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মাভাবিপ্রবিতে বাঁধনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

পুনর্মিলনী অনুষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয় । এরপর অ্যালামনাই বিভাগের শিক্ষার্থীদের সাথে  সাম্প্রতিক বিষয়ে আলোচনা, বিভাগের উন্নয়নে অ্যালুমনিদের সহযোগিতা ও প্রস্তাবনা, অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে মিট-আপ ও ইন্ডাস্ট্রি সম্পর্কিত আলোচনা এবং পরবর্তী অ্যালুমনি কমিটি নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!