পবিপ্রবিতে নিয়মিত উপস্থিত থাকলে মিলবে পুরস্কার

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম  © টিডিসি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, আপনারা যারা নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকবেন এবং সৎভাবে চলবেন, তাদের ভবিষ্যতে পুরস্কৃত করা হবে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) পবিপ্রবির কৃষি কনফারেন্স রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত অফিস সহায়কদের জাতীয় শুদ্ধাচার ও কৌশল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, আপনারা যে ধর্মেই থাকুন না কেন, কোনো ধর্মেই অসৎ উপায়ে অর্থ উপার্জন সমর্থন করে না। আপনাদের এখন একটাই রাজনৈতিক দল তা হলো আপনাদের কর্মস্থল পবিপ্রবি।

নিজের ভুল নিয়ে প্রধান অতিথি বলেন, আমি কখনো ভুল করলে আপনারা আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আপনি যদি কর্মস্থলে সৎভাবে চলেন, তাহলে সবার মাঝে বুক ফুলিয়ে বলতে পারবেন আপনি যে টাকা উপার্জন করছেন, তা সৎ পথে উপার্জন করছেন। আমরা পরিবারের কাজ যেভাবে আন্তরিকতার সঙ্গে করি কর্মস্তলের কাজগুলো, সেভাবে আন্তরিকতার সঙ্গে করব।

পবিপ্রবি আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ইখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে এবং ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান ও ট্রেজারার অধ্যাপক মো. আবদুল লতিফ।

এ সময় স্বাগত বক্তব্য দেন আইকিউএসির উপপরিচালক অধ্যাপক  ড. মো. আবদুল মাসুদ।

দিনব্যাপী জাতীয় শুদ্ধাচার ও কৌশল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে অর্ধশতাধিক কর্মচারী অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence