পবিপ্রবি কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পবিপ্রবিতে কেন্দ্রে কৃষি গুছভুক্ত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে
পবিপ্রবিতে কেন্দ্রে কৃষি গুছভুক্ত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে  © টিডিসি

দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে একযাগে অনুষ্ঠিতব্য কৃষি গুছভুক্ত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের একাধিক ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কৃষি গুচ্ছভূক্ত কৃষি, মাৎস্যবিজ্ঞান ও অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদের ৪৪৮টি আসনের বিপরীতে ৪ হাজারের অধিক শিক্ষার্থী এ পরীক্ষায় পবিপ্রবি কেন্দ্রে অংশগ্রহণ করেন।

ভর্তি পরীক্ষার্থী মলিন মুখার্জি বলেন, ‘পরীক্ষার পরিবেশ আশানুরূপ  ছিল, শিক্ষকরাও অনেক আন্তরিক ছিলেন। তবে প্রশ্নে ফিজিক্স ও ম্যাথ বিষয়গুলো একটু হার্ড ছিল।’

আরও পড়ুন: সাফল্যের ১৯ তম বছরে পবিপ্রবি

ভর্তিচ্ছু সাকিব হাসান বলেন, ‘পরীক্ষা ভালো হয়েছে। আমি এবারে দ্বিতীয়বারের জন্য দিলাম। আশা করছি চান্স হবে।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, বিএনসিসি, রোভার স্কাউট, সাংবাদিকসহ এলাকাবাসীর সহযোগিতায় ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সফলভাবে সম্পন  হয়েছে উল্লেখ করে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো সন্তোষজনক। আশা করছি যোগ্য ও মেধাবী শিক্ষার্থীরাই চান্স পাবে।’


সর্বশেষ সংবাদ