স্বজনপ্রীতি, অন্যায় ও দুর্নীতি করলে আমার বিরুদ্ধেও লিখবে: হাবিপ্রবি ভিসি

স্বজনপ্রীতি, অন্যায় ও দুর্নীতি করলে আমার বিরুদ্ধেও লিখবে: হাবিপ্রবি ভিসি
স্বজনপ্রীতি, অন্যায় ও দুর্নীতি করলে আমার বিরুদ্ধেও লিখবে: হাবিপ্রবি ভিসি  © টিডিসি ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. এনামউল্যা বলেছেন, ‘আমি যদি কোনোদিন স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব, অন্যায়, অনিয়ম, দুর্নীতি করি তবে আমার বিরুদ্ধেও তোমরা লিখবে। সেক্ষেত্রে আমাকে জানানোরও প্রয়োজন নেই। শুধু সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে নিউজ করতে হবে।’

বৃহস্পতিবার (২৪ অক্টোবর)  দুপুর সাড়ে ১২ টায় টায় বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম কর্মীদের একমাত্র সংগঠন হাবিপ্রবি সাংবাদিক সমিতির সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমাদের সবাইকে জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের সকল শহীদদের সেন্টিমেন্টকে ধারণ করতে হবে। তাদের সেই স্পিরিট আর সেন্টিমেন্ট আমাদের মাঝে ধারণ করতে পারলেই আমরা বৈষম্যহীন একটি দেশ গড়তে পারবো।’

এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সমস্যা সমাধানের ব্যাপারে আশ্বাস দিয়ে বলেন, ‘আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আমার যতটুকু সুযোগ রয়েছে, আমি সর্বোচ্চ চেষ্টা করবো বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলোর সমাধান করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার।’

মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে সেশনজট নিরসন, ক্রেডিট ফি কমানো, ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধন, মেডিকেল সেন্টারের স্বাস্থ্য সেবার উন্নয়নসহ বিভিন্ন দাবি জানানো হয়।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!