তুরস্কের ছয় বিশ্ববিদ্যালয়ের সাথে নোবিপ্রবির চুক্তি স্বাক্ষর

ভার্চুয়াল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান
ভার্চুয়াল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান  © টিডিসি রিপোর্ট

তুরস্কের ছয়টি বিশ্ববিদ্যালয়ের সাথে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা ও গবেষণায় যৌথ সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর হয়েছে। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল নোবিপ্রবির পক্ষে এ চুক্তিসমূহে স্বাক্ষর করেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কোলাবোরেশান এন্ড কো-অপারেশন সেন্টার (আইসিসিসি) অফিসের তত্ত্বাবধানে ভার্চুয়াল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবি ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ও রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ভূঞা। 

এছাড়াও শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কো-অপারেশন এন্ড কোলাবরেশন সেন্টারের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. রোকনুজ্জামান সিদ্দিকী, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফহদ হুসাইন ও ইন্টারন্যাশনাল কোলাবরেশন অফিসার আবু জুবায়ের উপস্থিত ছিলেন। 

সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়া বিশ্ববিদ্যালয়গুলো হল- আঙ্কারা বিশ্ববিদ্যালয়, আঙ্কারা ইলদিরিম বেয়াজিত বিশ্ববিদ্যালয়, ইজমির টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়, সাকারিয়া বিশ্ববিদ্যালয় ও ইস্তাম্বুল গেলিশিম বিশ্ববিদ্যালয়। ইরাসমাস প্লাস চুক্তির আওতায় আদিয়ামান বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ভাইস-রেক্টর অধ্যাপক ড. সিলিন ইউকসেল পার্কটাস। এছাড়াও বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষে নিজ নিজ প্রতিষ্ঠানের রেক্টরবৃন্দ স্বাক্ষর করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence