ভারতের বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ

ভারতের বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ
ভারতের বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ  © টিডিসি ফটো

ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। একইসাথে যবিপ্রবি টিম ‘উন্নত মম শির’ নেতৃত্ব বন্যাদূর্গতের সাহায্যের জন্য ত্রাণ সংগ্রহের উদ্দেশ্য ক্যাম্পাসসহ যশোর জেলার বিভিন্ন এলাকায় যায়।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা এগারোটায় যবিপ্রবির প্রধান ফটক থেকে বিক্ষোভ-মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে আবার প্রধান ফটকের সামনে এসে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মিছিলটি শেষ করে। এসময় বিশ্ববিদ্যালয়ের টিম ‘উন্নত মম শির’ র নেতৃত্ব যশোর জেলার বিভিন্ন এলাকায় ত্রাণ সংগ্রহে যায় শিক্ষার্থীরা। এছাড়াও তাঁরা ত্রাণ সংগ্রহে অনলাইন প্রচারণাও চালিয়ে যাচ্ছে।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা- ‘বন্যায় যদি মানুষ মরে, সেভেন সিস্টার থাকবে নারে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘বন্যায় যখন মানুষ মরে, আবরার তোমায় মনে পড়ে’, ‘ভারতীয় আগ্রাসন, ভেঙে দাও গুড়িয়ে দাও’ ‘ভারতীয় দাদাগিরি, ভেঙে দাও গুড়িয়ে  দাও’ ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘পেতে চাইলে মুক্তি, ছাড়তে হবে ভারত ভক্তি’, ‘দালালি না রাজপথ, রাজপথ, রাজপথ’ সহ নানা স্লোগান দিতে থাকেন।

এসময় শিক্ষার্থীরা বলেন, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলার বন্যা কোনো প্রাকৃতিক ঘটনা নয়, এটা দিল্লির গুটি চালানো পানি। এটা রাজনৈতিক ইচ্ছাপ্রণোদিত বন্যা। ভারত রাজনৈতিক বন্যা চাপিয়ে দিয়েছে আমাদের উপর। ভারতকে বলতে চাই, আপনারা ধৈর্য্যের বাঁধ ভাঙবেন না। ধৈর্যের বাধ ভাঙলে সেভেন সিস্টার্স ভেঙে দিব। এ সময় বন্যাকবলিত মানুষকে সহায়তার আহ্বান জানান তাঁরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence