বুয়েট ও তিন প্রকৌশল গুচ্ছের ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা চালু করতে রিট

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
হাইকোর্টে রিট

হাইকোর্টে রিট © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ের (রুয়েট, চুয়েট ও কুয়েট) প্রথম বর্ষ ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা না থাকার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে কোটা চালু করার আর্জি জানানো হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায়  জনস্বার্থে রিটটি দায়ের করেছেন এক মুক্তিযোদ্ধার সন্তান।

রিটে বলা হয়, ২০২৩-২০২৪ সালে এই চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তিতে একটিও মুক্তিযোদ্ধা কোটা রাখেনি। কাজেই ভর্তি পরীক্ষা শেষে এবারই যেন ৫% মুক্তিযোদ্ধা কোটা দেয়া হয় সে বিষয়েও আবেদনে বলা হয়।

রিট পিটিশনটি দায়ের করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম। এর আগে ২০২১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রথম বর্ষ ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা চালুর দাবি জানিয়ে লিখিত চিঠি দিয়েছিলেন তিনি।

পরবর্তীতে বুয়েট কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিলে বিষয়টি নিয়ে আলোচনা করে। পরে অহিদুল ইসলামকে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন একটি লিখিত চিঠির মাধ্যমে জানান, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের পোষ্যদের জন্য ভর্তির কোটা থাকলেও বুয়েটে কখনও কোন কোটা ছিল না।

মুক্তিযুদ্ধের পর থেকে কোন কোটা ছাড়াই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। কোটা সিস্টেম চালু হলে বুয়েটের শিক্ষা কার্যক্রমের স্ট্যান্ডার্ড ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে। ফলে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিতে মত নেই বুয়েটের।

সংসার থাকা মা-বোনরাই পাবে ফ্যামিলি কার্ড: তারেক রহমান
  • ২৬ জানুয়ারি ২০২৬
অবহেলা নয়, আধুনিক হবে পুরান ঢাকা: জামায়াত নেতা ড. মান্নান
  • ২৬ জানুয়ারি ২০২৬
দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবির বিজ্ঞান ইউনিটের ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু কাল, গুণ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজীবন মানুষের জন্য কাজ করে গেছেন অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিজ্ঞান শিক্ষায় ভর্তি ও গবেষণার গতি কমেছে: শিক্ষা উপদেষ্টা
  • ২৬ জানুয়ারি ২০২৬