বিশ্বসেরা গবেষকদের তালিকায় হাবিপ্রবির ১১২ গবেষক 

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

'অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স ২০২৪' ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১১২ জন গবেষক। 

এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২১৯টি দেশের ২২হাজার ৭৬৭টি বিশ্ববিদ্যালয়ের ১৪ লাখ ৪৩ হাজার ৯৩ জন গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে  বাংলাদেশের ২০৪টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ৩৩ জন গবেষক স্থান পেয়েছেন।

এডি সায়েন্টিফিক ইনডেক্সের এই তালিকায় সব গবেষককে ১২ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তালিকায় হাবিপ্রবির গবেষকদের মধ্যে ক্রমান্বয়ে প্রথম স্থানে রয়েছেন ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন ক্যাটাগরিতে ফুড প্রেসেসিং অ্যান্ড প্রিজারভেশন বিভাগের অধ্যাপক ড. মারুফ আহমেদ, দ্বিতীয় স্থানে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. শামীম হোসেন, তৃতীয় স্থানে অ্যানিমেল প্রোডাকশন ক্যাটাগরিতে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. উম্মে ছালমা, চতুর্থ স্থানে রয়েছেন মাইক্রোবায়োলজি অ্যান্ড মলিকুলার জেনেটিক্স ক্যাটাগরিতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুল হক। পঞ্চম স্থানে রয়েছেন জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিফিং বিভাগের অধ্যাপক ডা. আব্দুল গাফফার মিয়া।

এ ছাড়া গবেষণায় বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সাজ্জাত হোসেন সরকার,  সপ্তম স্থানে ক্রপ ফিজিওলজি অ্যান্ড ইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, অষ্টম স্থানে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু সাঈদ, নবম স্থানে এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহ নুর কবির, এবং দশম স্থানে রয়েছেন জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান

উল্লেখ্য, গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের এইচ-ইনডেক্স, আই১০ ইনডেক্স স্কোর এবং সাইটেশনের ওপর ভিত্তি করে প্রতিবছর বিশ্বসেরা গবেষক ও সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে এডি সায়েন্টিফিক ইনডেক্স।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence