নৌকা প্রার্থীকে ফুলের তৈরি নৌকা দিয়ে বরণ মাভাবিপ্রবি ভিসির

০১ জানুয়ারি ২০২৪, ০১:৩৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
আওয়ামী লীগ প্রার্থী মামুন অর রশিদকে বরণ করছেন মাভাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন

আওয়ামী লীগ প্রার্থী মামুন অর রশিদকে বরণ করছেন মাভাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন © টিডিসি ফটো

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. মামুন অর রশিদকে ফুলের তৈরি নৌকা দিয়ে বরণ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করছেন অ্যাডভোকেট মামুন।

সোমবার (১ জানুয়ারি) বেলা ১১ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত মামুনের নির্বাচনী মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মাভাবিপ্রবি উপাচার্য তার সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

ফুল দিয়ে বরণকালে মাভাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন নৌকা প্রার্থী মামুন অর রশিদকে বলেন, নৌকার বিজয় এনে নৌকা সঠিকভাবে পরিচালনা করবেন বলে আমরা বিশ্ববিদ্যালয় পরিবার আশা করি।

মতবিনিময় সভায় মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মফিজুল ইসলাম মজনু, ডা. হারুণ-অর-রশিদ রাসেল, ছাত্রলীগের সভাপতি মানিক শীল ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ৩য় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মো. মাহফুজুর রহমান, ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মো. আমিনুর ইসলাম বক্তব্য রাখেন।

ক্ষমতার লোভে ইসলামের নামের বাক্স ছিনিয়ে নেওয়া হয়েছে: পীর সা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বরগুনায় প্রকাশ্যে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ নিষিদ্ধ ছাত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
এবার এরশাদ উল্লাহর বক্তব্য চলাকালীন ককটেল বিস্ফোরণ
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে বিএনপি অফিস ভাঙচুর, আহত ১
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা, ক্র্যাবের ১০ সাংবাদিক আহত
  • ২৭ জানুয়ারি ২০২৬
দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন মৎসজীবী দল নেতা
  • ২৭ জানুয়ারি ২০২৬