পবিপ্রবির হলে হলে র‍্যাগিং, গভীর উদ্বেগ শিক্ষক সমিতির

পবিপ্রবি
পবিপ্রবি  © সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আবাসিক হলগুলোতে র‍্যাগিংয়ের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সম্প্রতি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর জেহাদ পারভেজ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আসাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে র‍্যাগিংয়ের গুরুতর অভিযোগ উঠেছে।ফলশ্রুতিতে অনেক শিক্ষার্থী শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

“যারা র‍্যাগিংয়ের সাথে জড়িত তাদের চিহ্নিত করে হচ্ছে। এছাড়া র‍্যাগিংয়ের সাথে জড়িত শিক্ষার্থীদের শনাক্ত করা গেলে তাদের ক্লাস ও পরীক্ষা বর্জন করবে শিক্ষকরা এবং একইসাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শাস্তির জন্য জোর সুপারিশ করা হবে।এছাড়া বিজ্ঞপ্তিতে র‍্যাগিং বন্ধে শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।”


সর্বশেষ সংবাদ