যবিপ্রবির হলে প্রতি কক্ষে ইন্টারনেট সুবিধা 

দ্রুতগতির ইন্টারনেট সেবা
দ্রুতগতির ইন্টারনেট সেবা   © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান হলে রুম ভিত্তিক ইন্টারনেটে সংযোগের উদ্বোধন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে সর্বোচ্চ ২০০ এমবিপিএস গতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়েছে।

আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আইসিটি সেলের আওয়াতাধীন এ প্রজেক্টের শুভ উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে এই নেটওয়ার্ক সিস্টেম চালু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের দোরগোড়ায় দ্রুত গতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য বদ্ধ পরিকর ছিল যবিপ্রবি প্রশাসন। যবিপ্রবি শিক্ষা ও গবেষণায় এগিয়ে যাচ্ছে, সেটাকে আরও ত্বরান্বিত করার জন্য এ দ্রুত গতির ইন্টানরনেট সংযোগ দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, এই ইন্টারনেট সংযোগ যেন অপব্যবহার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। দ্রুতগতি সম্পন্ন এই ইন্টারনেট সংযোগের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের গবেষণা, একাডেমিক পড়াশোনা, বিশ্বের সকল তথ্য পাওয়া সহ বিভিন্ন ক্ষেত্রে উপকৃত হবে বলে জানান তিনি। 

এছাড়া তিনি দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনা ছাত্রী হলের রিডিং রুমকে ডিজিটাল করতে উন্নতমানের ফার্নিচার, এসি, দ্রুত গতির ইন্টারনেট সংযোগ স্থাপনের নির্দেশ দেন।

আরও পড়ুন: নামাজের কাতার থেকে ইউএনওকে সরতে বলায় ‘চাকরি গেল’ ইমামের

আইসিটি সেলের পরিচালক ড. ইঞ্জি. ইমরান খান বলেন, প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে এটি চালু করা হচ্ছে। তবে কেউ অপব্যবহার করলে সেই ডিভাইস অথবা রুমের সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে। ল্যান পোর্ট থেকে রাউটারে কিভাবে সংযোগ দিতে হবে সে বিষয়ে ভিডিও প্রকাশ করা হবে যেন শিক্ষার্থীরা নিজেরাই সংযোগ দিতে পারে। 

ড. ইঞ্জি. ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আলম হোসেন, শহীদ মসিয়ূর হলের প্রভোস্ট ড. মো. আশরাফুজ্জামান জাহিদ, শিক্ষক সমিতির সভাপতি ড. সৈয়দ মো. গালিব প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. মো. নাজমুল হাসান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক, অধ্যাপক ড. মঞ্জুরুল হক, ড. কিশোর মজুমদার, হিসাব পরিচালক মোঃ জাকির হোসাইন, পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত পরিচালক পরিতোষ কুমার বিশ্বাস,  প্রধান চিকিৎসা কর্মকর্তা দীপক কুমার মন্ডল, প্রকৌশলী (সিভিল) ইঞ্জি. নাজমুস সাকিব প্রমূখ ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence