যবিপ্রবি কর্মচারী সমিতির নেতৃত্বে সবুজ-সোহাগ

সভাপতি শওকত ইসলাম সবুজ এবং সাধারণ সম্পাদক কে. এম আরিফুজ্জামান
সভাপতি শওকত ইসলাম সবুজ এবং সাধারণ সম্পাদক কে. এম আরিফুজ্জামান  © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মচারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩ এর সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্লাম্বার সুপারভাইজার মো. শওকত ইসলাম সবুজ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র অর্ডারলি পিয়ন কে. এম আরিফুজ্জামান সোহাগ।

বুধবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের কনফারেন্স রুমে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কর্মচারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রাপ্ত ভোটের বেসরকারি ফলাফল ঘোষণা করেন এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান। এ নির্বাচনে মোট ৩০৬ জন ভোটারের মধ্যে ৩০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে শওকত ইসলাম সবুজ পেয়েছেন ২০৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রুমেল রহমান পেয়েছেন ৯৭ ভোট। সাধারণ সম্পাদক পদে কে. এম আরিফুজ্জামান পেয়েছেন ১৫৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বদিউজ্জামান পেয়েছেন ১৩৭ ভোট। 

আরও পড়ুন: আপনার থেকে বেশি শিক্ষার্থীদের নেতৃত্ব দেই: সৈকতকে রিভা

নির্বাচনে  সহ-সভাপতি পদে ১৬০ ভোট পেয়েছেন মো. সোহাগ মিলন ও ১৬২ ভোট পেয়েছেন মো. টিপু সুলতান; যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. ইমদাদুল হক টুটুল পেয়েছেন ১২১ ভোট; কোষাধ্যক্ষ পদে খায়রুল ইসলাম পেয়েছেন ১৫৩ ভোট; সাংগঠনিক সম্পাদক পদে আশরাফুল ইসলাম পেয়েছেন ১৫৪ ভোট; দপ্তর সম্পাদক পদে মো. তিতাস মিয়া পেয়েছেন ২০৪ ভোট; প্রচার ও প্রকশনা সম্পাদক পদে এস. এম ইমরান হাসান পেয়েছেন ১৬৯ ভোট।

এছাড়া নির্বাহী সদস্য পদে মো. তরিকুল ইসলাম সর্বোচ্চ সংখ্যক ১৯৩ ভোট; একই পদে মো. শরিফুল ইসলাম ১৭৯ ভোট এবং মো. হাসান মিয়া ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি নির্বাচনে ধর্ম, সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. মাহমুদ পারভেজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইমরান হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক পদে আফরোজা খাতুন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর তাঁরা এ কমিটির দায়িত্ব পালন করবেন।

এ নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ রিয়াজুল হক এবং সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপ-পরিচালক (হিসাব) মো. আবু ছাইম ও সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন প্রোগ্রামার মো. ফাইসাল হাবীব; টেকনিক্যাল অফিসার আবু হেনা মো. নাছিমুল জামিল এবং সেকশন অফিসার মো. সাইফুর রহমান। 

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ভিজিলেন্স কমিটিতে দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক ড. শৈবাল চন্দ, প্রকৌশলী মো. নাজমুস সাকিব, কুতুব উদ্দিন চিশতী, এবং সৌরভ ভট্টাচার্য্য।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence