হাবিপ্রবিতে ২য় বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াডের বাছাই পর্ব অনুষ্ঠিত

০৭ অক্টোবর ২০২৩, ০৭:৫৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© টিডিসি ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২য় বারের মতো অনুষ্ঠিত হয় বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াড-২০২৩ এর বাছাই পর্ব। শনিবার (৭ অক্টোবর) সকাল ১০ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভেটেরিনারি অলিম্পিয়াডের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। 

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে শিক্ষার্থীদের ২৬ টি দল অংশগ্রহণ করে। দিনব্যাপী কয়েকটি ধাপে প্রতিযোগিতার পর ‘২য় বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াড-২০২৩' এর ফাইনাল রাউন্ডের জন্য হাবিপ্রবি থেকে নির্বাচিত হয় 'টিম আইসোটনিক’।

উক্ত বাছাই পর্বের সমাপনী ও ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহাবুব হোসেন, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার সহ ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের বিভাগীয় চেয়ারম্যান বৃন্দ ও শিক্ষকগণ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ড. উম্মে সালমা।

আরও পড়ুন: জাতীয়করণসহ ৫ দফা দাবি এমপিওভুক্ত শিক্ষকদের

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান বলেন, দ্বিতীয়বারের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনে হাবিপ্রবিতে ভেটেরিনারি অলিম্পিয়াড অনুষ্ঠিত হলো। অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মাঝে সুপ্ত প্রতিভাগুলো বিকশিত করতে পারবে। বাংলাদেশে ভেটেরিনারি এন্ড অ্যানিমেল ডিসিপ্লিন খুবই গুরুত্বপূর্ণ একটি ডিসিপ্লিন। দেশে আমিষের চাহিদা পূরণ করতে ভেটেরিনারি গ্র্যাজুয়েটরা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশ এখন ডিম মাংসে স্বয়ংসম্পূর্ণ। স্মার্ট বাংলাদেশের স্মার্ট প্রযুক্তির সাথে সমন্বয় সাধনের মাধ্যমে নিজেদেরকে একজন যোগ্য গ্রাজুয়েট হিসেবে গরে তুলতে হবে।

উল্লেখ্য, ইউএসএইড (USAID) এর অর্থায়নে, ন্যাশনাল ভেটেরিনারি ডিন কাউন্সিল (NVDC) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর সহযোগিতায় দেশের ১৪টি ভেটেরিনারি মেডিসিন ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয়ে একযোগে ‘২য় বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াড-২০২৩’ বাছাই পর্ব অনুষ্ঠিত হয় এবং ফাইনাল রাউন্ডের জন্য প্রত্যেক বিশ্ববিদ্যালয় থেকে একটি করে মোট ১৪ টি দল নির্বাচিত হয়।

জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচন যেন অযৌক্তিক নাটকীয়তার মঞ্চে পরিণত না হয়: মাহাদি আ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কর্মসূ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ডাকসুর চার মাসের জবাবদিহিতা: জাতীয় রাজনীতির ছোট মডেল
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনী গান মানুষের হৃদয়ে পৌঁছাবে, গণআন্দোলনের শক্তি হবে …
  • ২৭ জানুয়ারি ২০২৬
জর্জিনার জন্মদিনে রোনালদোর ভালোবাসামাখা বার্তা
  • ২৭ জানুয়ারি ২০২৬