রুয়েটে র‌্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি প্রশাসনের

উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম
উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম  © টিডিসি ফটো

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) রুয়েটে অনুষ্ঠিত হলো ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন। এ সময় শিক্ষার্থীদের সাথে কোন ধরণের বুলিং কিংবা র‌্যাগিং করার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় রুয়েট কর্তৃপক্ষ।

ওরিয়েন্টেশনের শুরুতেই স্ক্রিনে রুয়েটের বিভিন্ন শিক্ষা, গবেষণা ও কো-কারিকুলার কর্মকান্ড নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রর্দশন করা হয়।এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ক শিক্ষার্থীদেরই প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে। এজন্য তাদের অবশ্যই ক্লাসের শিক্ষার পাশাপাশি হার্ডস্কিল ও সফ্টস্কিল অর্জন করতে হবে।

এরপর রুয়েটের একাডেমিক অর্ডিনেন্স, ডিসিপ্লিনারি রুলসসহ বিভিন্ন শিক্ষা ও গবেষণা কার্যক্রম উপস্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন এবং ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল। 

আরও পড়ুন: তামিমকে দলে ফেরাতে শাবিপ্রবিতে ভক্তদের মানববন্ধন

ওরিয়েন্টেশনে স্বাগত বক্তব্য রাখেন ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা-২০২৩ কমিটির সভাপতি ও যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান। এছাড়াও বক্তব্য রাখেন রুয়েটের পুরকৌশল বিভাগের প্রাক্তন অধ্যাপক ইকবাল মতিন এবং দুই নবীন শিক্ষার্থী ও দুই জন অভিভাবক। অনুষ্ঠান পরিচালনা করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রভাষক আজমাঈন ইয়াক্কীন সৃজন ও ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের প্রভাষক ঐশী জ্যোতি। 

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, বিভাগীয় ও দপ্তর প্রধান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence