নানা আয়োজনে যবিপ্রবি সাংবাদিক সমিতির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
আনন্দ র‍্যালীতে যবিপ্রবি সাংবাদিক সমিতি এবং অতিথিবৃন্দ

আনন্দ র‍্যালীতে যবিপ্রবি সাংবাদিক সমিতি এবং অতিথিবৃন্দ © টিডিসি ফটো

আনন্দ র‍্যালী, কেক কাটা ও আলোচনা সভাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস) এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। একই সাথে সাংবাদিক সমিতির ৪র্থ কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

শুরুতেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এর সামনে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনসহ সাংবাদিক সমিতির সদস্যরা। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবন পর্যন্ত আনন্দ শোভাযাত্রা ও র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালী শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। 


আলোচনা সভার একপর্যায়ে চ্যালেন২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওয়াশিম আকরাম কে বর্ষসেরা প্রতিবেদক, দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এটিএম মাহফুজকে বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক ও দৈনিক যায়যায়দিনের যবিপ্রবি প্রতিনিধি শেখ সাদী ভুঁইয়াকে বর্ষ সেরা ফিচার লেখক সম্মাননা ২০২৩ প্রদান করে যবিপ্রবি সাংবাদিক সমিতি। এছাড়া যবিপ্রবিসাসে যুক্ত হওয়া নবীন সাংবাদিকদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনটির সদস্যরা। 

অনুষ্ঠানে মূখ্য আলোচকের বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও  ঢাবিসাসের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহদী আল-মুহতাসিম-নিবিড় ক্যাম্পাস সাংবাদিকতার উপর আলোকপাত করতে গিয়ে তিনি বলেন ক্যাম্পাস সাংবাদিকতা করার মাধ্যমে একজন শিক্ষার্থী সামাজিক ও রাজনৈতিক ভাবে বিভিন্ন দক্ষতা অর্জন করে যা অন্যান্য শিক্ষার্থীদের থেকে তাদের কে অনেক বেশি এগিয়ে রাখে। পেশাগত দায়িত্বের কারনে ক্যাম্পাস সাংবাদিকদের বয়সের তুলনায় অনেক বেশি দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে হয়। 

 ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্ট এর নীতিমালা উল্লেখ করে তিনি বলেন অনুমতি ব্যতীত কোন ব্যক্তির গোপনীয় বিষয়ে কথা রেকর্ড অথবা ছবি নেওয়া যাবে না, তবে যদি তার সাথে জনস্বার্থ জড়িত থাকে এবং স্বাভাবিক উপায়ে নেওয়া না যায় তাহলে জনস্বার্থ রক্ষার স্বার্থে সেটা অনুমতি ব্যতীত নিতে হবে। জনস্বার্থের সাথে সংশ্লিষ্ট সকল বিষয় হোক সেটা ভালো অথবা খারাপ উভয় ধরনের সংবাদ গণমাধ্যমে তুলে ধরতে হবে। আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী আমাদের শুধু খারাপ বিষয় গুলো তুলে ধরলেই হবে না সাথে সাথে বিষয়টি কী কী উপায়ে সমাধান করা যায় সে বিষয়েও লিখতে হবে।

এছাড়াও তিনি গঠনমূলক সাংবাদিকতার বিভিন্ন দিক উল্লেখ করে সেদিকে কাজ করার কথা বলেন এবং ক্যাম্পাস সাংবাদিকদের আরো বেশি দক্ষ হয়ে উঠতে বিভিন্ন কোর্স ও কর্মশালা আয়োজনের পরামর্শ দেন।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড মোঃ আলম হোসেন, মহান মুক্তিযুদ্ধে বিদেশি সাংবাদিকদের সাহসী ভূমিকা ও সত্য প্রকাশে তাদের দৃঢ়তার উপর আলোকপাত করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের নির্দেশনা দেন।

যবিপ্রবিসাসের নির্বাচিত সভাপতি জহুরুল ইসলাম তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, যবিপ্রবিসাস আগামী বছরকে নিউজ বর্ষ হিসেবে পালন করবে তথা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে রেকর্ড পরিমাণ নিউজ কভার করবে। 
এছাড়াও তিনি তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সকল দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি  ঘোষণা করেন।

এসময় সংগঠনের সদ্য সাবেক সভাপতি মোসাব্বির হোসেনের সভাপতিত্বে ও বর্তমান সাধারণ সম্পাদক সজীবুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আলম হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো. আশরাফুজ্জামান জাহিদ, জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক ও উপাচার্যের ভারপ্রাপ্ত একান্ত সচিব মো. আব্দুর রশিদ, যবিপ্রবি সাংবাদিক সমিতির সদ্য সাবেক সভাপতি মোসাব্বির হোসাইন, সদ্য সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল, ছাত্র ইউনিয়ন যবিপ্রবি সংসদের আহ্বায়ক রাশেদ খান, নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোতালেব হোসাইন, নবীন সদস্য ঢাকা পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তামান্না আক্তার নুরা সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়।

এছাড়া অনুষ্ঠানে যবিপ্রবি সাংবাদিক সমিতির সকল সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ইউপি সচিবের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ
  • ১৯ জানুয়ারি ২০২৬
মাদারীপুরে বাস ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
  • ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ জিয়া: ক্ষণজন্মা মহাপুরুষ, আদর্শের রূপকার
  • ১৯ জানুয়ারি ২০২৬
এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9