বশেমুরবিপ্রবিতে চূড়ান্ত ভর্তি শুরু ১৩ আগস্ট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষে গুচ্ছভুক্ত গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি শুরু হবে আগামী ১৩ আগস্ট। শুক্রবার (১০ আগস্ট) বশেমুরবিপ্রবির স্নাতক ১ম বর্ষ ভর্তি কমিটি সদস্য সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গুচ্ছভুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ১৩/০৮/২০১৩ ইং ও ১৪/০৮/২০১৩ইং তারিখে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের যথাসময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষভাবে বলা যাচ্ছে।

শিক্ষার্থীরা বশেমুরবিপ্রবির সংশ্লিষ্ট বিভাগীয় অফিসে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টার মধ্যে তাদের ভর্তি সম্পন্ন করতে পারবেন। ভর্তির সময় শিক্ষার্থীদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তির সময় প্রদানকৃত মূল নম্বরপত্র জমা প্রদানের স্লিপ, এসএসসি বা সমমান পরীক্ষার মূল সার্টিফিকেট, এইচএসসি বা সমমান পরীক্ষার মূল সার্টিফিকেট (যদি থাকে), এইচএসসি বা সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, শেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি (২ কপি) রঙ্গিন ছবি সঙ্গে আনতে বলা হয়েছে একই প্রজ্ঞাপনে।

এছাড়াও মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদেরকে মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার সার্টিফিকেট, গেজেট মুক্তিবার্তা, সংশ্লিষ্টদের এনআইডি কার্ড, ভাতা প্রাপ্তির প্রমাণসহ প্রয়োজনীয় কাগজপত্র। (প্রযোজ্য ক্ষেত্রে) ও অন্যান্য কোটাভুক্ত শিক্ষার্থীদের উপযুক্ত প্রমাণপত্র বা সার্টিফিকেট। (প্রযোজ্য ক্ষেত্রে) নিয়ে আসতে হবে।

বিজ্ঞান/প্রকৌশল/জীববিজ্ঞান/কৃষি অনুষদভুক্ত বিভাগসমূহে ভর্তিতে শিক্ষার্থীদের মোট ভর্তি ফি প্রায় (১৪,৮০০ - ৫,০০০ = ৯,৮০০/-) টাকা এবং মানবিক/ব্যবসায় শিক্ষা/ সামাজিক বিজ্ঞান / আইন অনুষদভুক্ত বিভাগসমূহের ক্ষেত্রে মোট ভর্তি ফি প্রায় (১৩,৮০০ - ৫,০০০ = ৮,৮০০/-) টাকা প্রদান করতে হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence