বাঁচতে চায় রুয়েট পড়ুয়া মেহেদী হাসান

  © ফাইল ছবি

নাম স্বপ্না আক্তার। পড়াশোনা করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। শুধু তিনিই নন। একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন আরো দুই বোন। একজন পড়াশোনা করছেন নৃবিজ্ঞান বিভাগে এবং আরেকজন লোক প্রশাসন বিভাগ থেকে থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

বাবাহীন পরিবারে ৭ বোনের একমাত্র ভাই মেহেদী হাসান। পড়াশোনা করছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের রাজশাহী বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ছোটবেলা থেকেই ভুগছেন হৃদ্‌রোগে। চলতি বছরের শুরুতে জানুয়ারি মাসে এ সমস্যা প্রকট আকার ধারণ করলে ঢাকা থেকে ভারতের ব্যাঙ্গালোর এর নারায়ণ হসপিটালে রেফার করে ঢাকার চিকিৎসকরা।

তবে ভারতের ডা. দেবী শেঠি তার সকল কাগজপত্র যাচাই-বাছাই করে তার অপারেশনের পরিবর্তে হার্ট ট্রান্সপ্লান্ট করার পরামর্শ দেয়। বর্তমানে হার্ট ট্রান্সপ্লান্টের জন্য প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকা প্রয়োজন। বর্তমানে তিনি ঢাকায় কার্ডিয়োলজিস্ট সোহরাবুজ্জামানের অধীনে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ইমার্জেন্সিতে চিকিৎসাধীন রয়েছেন। 

স্বপ্না আক্তার বলেন, আমার সাত বোনের তিন বোন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা সবাই টিউশন করে পড়াশোনা করি। এই মুহূর্তে এত টাকা দিয়ে চিকিৎসা করা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের সকলের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের মানুষের কাছে আর্থিক সাহায্যে করার জন্য অনুরোধ করছি।

মানবিক সহযোগিতা করার ঠিকানা.....

শাবনাজ আক্তার (মেহেদীর বোন)
01674069509 (BKash) 
01630533458 (bKash+nagad)

Bank Account:
Name: shabnaj akter.  A/C num: online: 20503410200678402 /6784 short ta. Islami bank bangladeh, comilla Chawkbazar branch. Routing num: 125197643. swift code:  IBBLBDDH341

আসমা আক্তার (মেহেদীর বোন)
01768912720 (bKash) 
01896124813 (nagad)


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence