ডুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু কাল

০৯ জুলাই ২০২৩, ০৯:৫১ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২১ AM
ডুয়েটে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ডুয়েটে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ © সংগৃহীত

২০২২–২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামে ভর্তিতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) অনলাইনে আবেদনের আহ্বান করেছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামীকাল সোমবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন। আগামী ৩ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত চলবে আবেদন। 

আবেদনের যোগ্যতা
* প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫ স্কেলে ঐচ্ছিক বিষয়সহ ন্যূনতম ৩ পেতে হবে।

* প্রার্থীকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচারে গড়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

* ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার পরীক্ষায় ২০২১ সাল বা তার পরে পাসকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে স্বায়ত্তশাসিত, সরকারি, আধা সরকারি, সেক্টর করপোরেশনে শিক্ষকতাসহ অন্যান্য পদে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।

* চাকরিরত প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠানের অনুমোদন নিতে হবে অবশ্যই।

* বিদেশি শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে অবশ্যই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হবে।

* অনলাইনে ভর্তিপ্রক্রিয়া বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয়।

আরও পড়ুন: কৃষি গুচ্ছে যত আবেদন পড়ল

আবেদন ফি
১ হাজার ২৯০ টাকা বিকাশ বা নগদ অথবা রকেটের মাধ্যমে দিতে হবে।

আবেদন যেভাবে
প্রার্থীকে http://admission.duetbd.org/ ওয়েবসাইটের মাধ্যমে ডুয়েট কর্তৃক নির্ধারিত আবেদন ফি দিয়ে অনলাইন আবেদন করতে হবে। একাধিক বিভাগে ভর্তি পরীক্ষায় অংশ নিতে চাইলে প্রার্থীকে আলাদা আলাদা আবেদন করতে হবে।

বিদেশি শিক্ষার্থীরা ভর্তিবিষয়ক তথ্য জানতে প্রবেশ করতে পারেন http://www.duet.ac.bd এই লিংকে। 

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার গঠন ক…
  • ২৮ জানুয়ারি ২০২৬
পাকিস্তানের বিশ্বকাপ বয়কট নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
  • ২৮ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচি ঘোষণা
  • ২৮ জানুয়ারি ২০২৬
বরিশালে ২৪ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২৮ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় ২০০ বস্তা ইউরিয়াসহ ট্রাক জব্দ, চালককে জরিমানা
  • ২৮ জানুয়ারি ২০২৬
চাঁবিপ্রবিতে প্রভাষক হলেন বিভাগীয় প্রধান, আইন লঙ্ঘনের অভিযোগ
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage